Friday, November 7, 2025

রাজনৈতিক দেউলিয়া! কুকথা নিয়ে নাম না করে দিলীপ-সহ বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

রোজই রাজ্যে প্রচারে কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের হুঁশিয়ারি, আদালতে মামলা- তার পরেও দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করছেন দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা তথা প্রার্থীরা। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে বুগদবুদের প্রচার সভা থেকে নাম না করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নরেন্দ্র মোদি থেকে রাজনাথ সিংয়ের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা।

খড়্গপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বর্ধমানে পাঠিয়ে দিয়েছে বিজেপি (BJP)। সেই বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা। দিলীপের নাম না করে বলেন, একজনকে খড়্গপুর থেকে তাড়িয়ে বর্ধমানে পাঠিয়েছে। আর তিনি মেরে ফেলব, কেটে ফেলব বলছেন। এটা কোনও রাজনৈতিক নেতার ভাষা! একজন রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলেন তখন বোঝা যায় তিনি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। তাঁর কথায়, বিজেপি যাঁদের হাতে এখন দায়িত্ব দিয়েছে, সেই নেতাদের হাত লাল। লাল থেকে গেরুয়া হয়েছে।

এই প্রসঙ্গে বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিংকেও খোঁচা দেন মমতা (Mamata Banerjee)। বলেন, ”রাজনাথ সিং নিজের কুর্সি বাঁচাতে সকাল-সন্ধ্যা মোদিকে প্রণাম করছেন। প্রধানমন্ত্রীর পুজো করে চলেছেন। নিজের চাকরি বাঁচাতে NRC ও CAA চালুর কথা বলছেন।“ এর পরেই গেরুয়া শিবিরের অন্দরে মোদির সঙ্গে অন্যান্য নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বকে নিশানা করেন মমতা। বলেন, ”কেন রাজনাথ সিংজি প্রধানমন্ত্রী হবেন না? কেন নীতীন গড়কড়ির মতো যোগ্য ও বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রী হবেন না? কেননা, ওরা দু’জনেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।“ তার বদলে কেন মোদিকে প্রধানমন্ত্রী করা হল! প্রশ্ন তুলে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।




spot_img

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...