Monday, January 12, 2026

আজ জুন-দেবাংশুর সমর্থনে প্রচার মমতার, পুরুলিয়ায় দলীয় বৈঠকে অভিষেক

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলায় ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) হয়ে প্রচার সারবেন তিনি। মহিষাদল বিধানসভা এলাকায় হবে সভা। দিন কয়েক আগেই হলদিয়ায় এসে তমলুক লোকসভা সাংগঠনিক জেলা তৃণমূলের সঙ্গে ঘরোয়া বৈঠক করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই দেবাংশুর সমর্থনে এদিন প্রচার সারবেন মমতা। এই আসনে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এদিন আরও একটি সভা করবেন দলনেত্রী। সেখানে তৃণমূল প্রার্থী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার (June Maliya) সমর্থনে প্রচারসভা হবে। এই আসনে জুনের লড়াই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে।

তবে শুধু মমতাই নন, এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে পুরুলিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রার্থী শান্তিরাম মাহাতোকে নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। ২০১৪ সালে মৃগাঙ্গ মাহাতো তৃণমূলের হয়ে পুরুলিয়া আসনে জিতলেও ২০১৯ সালে বিজেপির জ্যোতির্ময় মাহাতো জয়ী হন। সেই জ্যোতির্ময়ের সঙ্গেই এ বার লড়াই শান্তিরামের। পুরুলিয়া জেলা নেতৃত্বকে নিয়ে ভোটকৌশল ঠিক করতেই অভিষেকের আজকের এই ঘরোয়া বৈঠক বলে খবর।

 

তবে তীব্র গরমকে উপেক্ষা করে ভোটের প্রতিদিনই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন মমতা-অভিষেক। আর প্রতিদিনই সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বৃহস্পতিবার মেদিনীপুরে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...