Sunday, August 24, 2025

চোপড়ার বুথে ‘দাদাগিরি’ বিজেপির! ভাইরাল ভোটদানের ছবি, উঠল জয় শ্রী রাম স্লোগানও

Date:

শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে ভোটগ্রহণ (Voting)। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এদিন সকাল থেকেই প্রতিটি বুথে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়েছে। তীব্র গরমকে উপেক্ষা করেও সকাল থেকেই গণতন্ত্রের উৎসবে সামিল রাজ্যবাসী। তবে প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটেও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে গাজোয়ারি শুরু বিজেপির (BJP)। এদিন বেলা গড়াতেই একাধিক বুথে সেই ছবি সামনে এসেছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া (Chopra) থেকে। যেখানে একাধিক বুথে ভোটদানের ছবি ভাইরাল (Viral) হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ভোটদানের পর বুথের মধ্যেই জয় শ্রী রাম (Jay Shree Ram) স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ, একাধিক বুথেই জোর করে, ভয় দেখিয়ে ভোটারদের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য করেছে বিজেপি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। যদিও ভাইরাল ভিডিওটি নিয়ে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে কমিশন আদৌ কোনও পদক্ষেপ নেন কী না সেদিকে কড়া নজর থাকবে। পাশাপাশি ভাইরাল ভিডিওতে কে কাকে ভোট দিচ্ছেন, তা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার ভোটদানের পর বুথের মধ্যেই বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয়ী শ্রী রাম’ স্লোগান দিতে শোনা যাচ্ছে।

তবে এখানেই শেষ নয়, শুক্রবার সাতসকালে চোপড়ার দাসপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কম আলোর কারণে ভোট দিতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েন ভোটাররা। পরে নিজেদের মোবাইলের টর্চ জ্বালিয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হতে দেখা যায় ভোটারদের। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার বুথে আলোই ছিল না, অনেক বলার পর প্রিসাইডিং অফিসার একটিমাত্র টিউব লাইট লাগানোর ব্যবস্থা করেন বলে খবর।

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version