Thursday, August 28, 2025

এবারই বিজেপির শেষবার: গর্জে উঠলেন মমতা, তৃণমূল নেতা-কর্মীদের মৃত্যুতে CBI-NIA কোথায়?

Date:

কথায় কথায় মানুষকে ভয় দেখায়। মানুষ তোমাদের চিনে নিয়েছে। বিজেপি জেনে রেখো এবারই তোমাদের শেষবার। সোমবার, তীব্র দহনের উপেক্ষা করে মুর্শিদাবাদে জঙ্গিপুরের সভা থেকে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি প্রশ্ন তুললেন, রাজ্যে কথায় CBI-NIA চলে আসে। অথচ তৃণমূলের নেতা-কর্মীরা মারা যাচ্ছেন, সেখানে CBI-NIA আসছে না কেন? মুর্শিদাবাদের জন্য রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

প্রচন্ড দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। বিজেপির ষড়যন্ত্রে বাংলায় ৩ মাস ধরে চলছে লোকসভা নির্বাচন। তার মধ্যেই এদিন জঙ্গিপুরে প্রচারসভা করেন তৃণমূল সুপ্রিমো। আর সেই সভা থেকেই বিজেপিকে ধুয়ে দেন তিনি। জানান, রাজ্যে কথায় কথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠায় কেন্দ্র। পুরুলিয়াতে জেলা পরিষদ সদস্যকে মারা হয়েছে। বাগুইআটিতে এক তৃণমূলকর্মী মারা গিয়েছেন। এখন কেন আসছে না CBI-NIA? মমতার অভিযোগ, বিজেপি কোটি কোটি টাকা নিয়ে মিথ্যে ভিডিও বানায়। ওদের সব দাবিই হল ভাঁওতাবাজি।

এরপর রাজ্যে প্রচারে এলে ‘প্রচারবাবু’ নরেন্দ্র মোদিকে ৫টি মোক্ষম প্রশ্ন করতে বলেন তৃণমূল সভানেত্রী। ১৫ লক্ষ টাকা দেননি কেন, কেন আবাসের টাকা দেননি, কেন বেকাররা চাকরি পাচ্ছে না, জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন, কেন এত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে?

এরপরেই মমতা স্পষ্ট জানান, রাজ্যে রাজ্যে খবর রটে গিয়েছে, “বিজেপি হটাও, দেশ বাঁচাও”।




Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version