Wednesday, November 5, 2025

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পুরুলিয়ায় খুন তৃণমূলের জেলা পরিষদ (Zilla Parishad) সদস্য। গাড়ি থেকে নেমে দুষ্কৃতিদের এলোপাথাড়ি মারে প্রতুল মাহাতো (Pratul Mahato) নামে ওই নেতার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনার পরই তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে বরাবাজার থানার (Barabajar police station) পুলিশ। তবে নির্বাচনের আগে কারা কোন উদ্দেশ্যে খুন করল দলের দক্ষ সংগঠক প্রতুল মাহাতোকে, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে।

রবিবার সন্ধ্যায় বরাবাজারের কাশবহাল এলাকায় ওষুধ কিনে বেড়াদা গ্রামে ফিরছিলেন প্রতুল মাহাতো। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি তাঁর গাড়িকে ওভারটেক (overtake) করার ঘটনা নিয়ে বচসা শুরু হয়। ঝাড়খণ্ডের গাড়িটি থেকে মদ্যপ যুবকরা বেরিয়ে এসে প্রতুলের উপর চড়াও হয় বলে স্থানীয়দের দাবি। পরে গুরুতর আহত অবস্থায় বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয়দের তৎপরতায় তিনজন অভিযুক্তকে আটক করে পুলিশ।

বিনা প্ররোচনায় প্রতুলের উপর কেন দুষ্কৃতিরা চড়াও হল, প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। এদের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার (Purulia SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দেন। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের গাড়িটিও। তবে এক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version