Thursday, August 21, 2025

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পুরুলিয়ায় খুন তৃণমূলের জেলা পরিষদ (Zilla Parishad) সদস্য। গাড়ি থেকে নেমে দুষ্কৃতিদের এলোপাথাড়ি মারে প্রতুল মাহাতো (Pratul Mahato) নামে ওই নেতার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনার পরই তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে বরাবাজার থানার (Barabajar police station) পুলিশ। তবে নির্বাচনের আগে কারা কোন উদ্দেশ্যে খুন করল দলের দক্ষ সংগঠক প্রতুল মাহাতোকে, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে।

রবিবার সন্ধ্যায় বরাবাজারের কাশবহাল এলাকায় ওষুধ কিনে বেড়াদা গ্রামে ফিরছিলেন প্রতুল মাহাতো। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি তাঁর গাড়িকে ওভারটেক (overtake) করার ঘটনা নিয়ে বচসা শুরু হয়। ঝাড়খণ্ডের গাড়িটি থেকে মদ্যপ যুবকরা বেরিয়ে এসে প্রতুলের উপর চড়াও হয় বলে স্থানীয়দের দাবি। পরে গুরুতর আহত অবস্থায় বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয়দের তৎপরতায় তিনজন অভিযুক্তকে আটক করে পুলিশ।

বিনা প্ররোচনায় প্রতুলের উপর কেন দুষ্কৃতিরা চড়াও হল, প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। এদের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার (Purulia SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দেন। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের গাড়িটিও। তবে এক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version