Saturday, May 17, 2025

অভিষেককে রাজনীতি থেকে মুছবেন? অমিত শাহকে তিন চ্যালেঞ্জ সাংসদের

Date:

Share post:

ডায়মন্ড হারবার কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পেরিয়া যাওয়ার আগে সেখান থেকে অমিত শাহকে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জ করেন রাজনীতি থেকে মুছে দেওয়ার। পাল্টা মথুরাপুর কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে অভিষেকের তিন চ্যালেঞ্জ অমিত শাহকে। সেই সঙ্গে জয় শাহকে বিসিসিআই-এর সভাপতি করা নিয়েও অমিত শাহের পরিবারবাদের রাজনীতি নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।

বিজেপির একনায়কতন্ত্রের রাজনীতিতে বিপক্ষ রাজনীতিকদের অশ্লীল আক্রমণ নতুন নয়। বাংলায় এসেও পরিবারবাদ নিয়ে অমিত শাহ প্রশ্ন তুললে তার পাল্টা ফিরিয়ে দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের পরিবারের জন্য সুপ্ত বাসনা থেকেই এই ধরনের কথা তিনি বলেছেন বলে দাবি করেন অভিষেক। তিনি পাল্টা বলেন, “আপনি আমাকে বলছেন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন। আপনি আপনার ছেলেকে বিসিসিআই-এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়।”

বিজেপির রাজনীতির মূল ভাবনাকে কটাক্ষ করে এদিন অভিষেক বলেন, “আপনারা রাজনীতির মধ্যে রাজ-এ বিশ্বাসী। আমরা রাজনীতির মধ্যে নীতি-তে বিশ্বাসী।” সেই কারণেই রাজনীতিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক পরিচয় অমিত শাহের থেকে নিতে হবে না, এমনটাই পাথরপ্রতিমার সভা থেকে বলেন তিনি।

বাংলার রাজনীতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার অমিত শাহের দাবিকে চ্যালেঞ্জ করে অভিষেকের দাবি, “আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক। আপনাকে তিনটে অপশন দিচ্ছি। প্রথম অপশন, বাংলার ১ লক্ষ ৬৪ হাজার কোটি প্রাপ্য ছেড়ে দিন। দ্বিতীয় অপশন, গরীব মানুষের বাড়ির টাকা এক মাসের মধ্যে ছেড়ে দিন। তৃতীয় অপশন, ডায়মন্ড হারবারে এখনও মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান। তিনটে আপনাকে রাস্তা দিলাম।”

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...