ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিগত ২৫ বছরে একাধিকবার পেয়েছেন নানান তকমা। শুধু তাই নয়, দেশে সবচেয়ে বেশিদিন রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি আছেন দু’নম্বরে। একাধিক সমীক্ষক সংস্থা নবীন পট্টনায়েকের নানান প্রশংসা করেছেন। অথচ তার সম্পত্তির পরিমাণ কত জানেন?
তার ঘোষণা অনুযায়ী, স্থাবর সম্পত্তি রয়েছে ৫৭.০২ কোটি টাকার। এর মধ্যে ভুবনেশ্বরে নবীন নিবাস বাড়িটির মূল্য ১৩ কোটি ৬৬ লক্ষ টাকা। এই বাড়িটির এক তৃতীয়াংশের মালিক নবীন। দিল্লিতে তাঁর একটি বাংলো আছে যার দাম প্রায় ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। এই বাড়িটির অর্ধেকের মালিক ওড়িশার মুখ্যমন্ত্রী।