বৃহস্পতিবার সকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় (Narkeldanga Area) বছর ৩৬-এর এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায় যুবকের দেহে একাধিক আঘাত মিলেছে। নারকেলডাঙা থানা এলাকার কাইজ়ার স্ট্রিট থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ রক্তাক্ত অবস্থায় ইমামউদ্দিন আনসারিকে (Imamuddin Ansari) দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে (NRS Medical College Hospital)নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে নারকেলডাঙার রাজাবাজারের হারসি স্ট্রিটের বাসিন্দা ইমামউদ্দিনের দেহে ছুরির একাধিক আঘাত পাওয়া গেছে। কীভাবে এই ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যক্তিগত আক্রোশ মেটাতেই এত নৃশংসভাবে কোপানো হয় যুবককে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ জড়িয়ে আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নারকেলডাঙ্গা থানার পুলিশ।
