Tuesday, August 26, 2025

একদিন বা দুদিন নয়, টানা দেড় মাস ধরে মঙ্গল গ্রহে থাকবেন নাসার ৪ নভশ্চর (4 Humans to begin living on mars)! খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। চাঁদের মাটিতে মানুষ পৌঁছলেও মঙ্গলে এখনও কারও পা পড়েনি। স্বয়ংক্রিয় মহাকাশযান পাঠিয়ে লাল গ্রহে গবেষণা চালাচ্ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। এবার সকলকে টেক্কা দিয়ে মঙ্গলে মানুষ পাঠিয়ে ইতিহাস তৈরির পথে NASA? সত্যিই কি তাই? মহাকাশ গবেষণার কাজে বড় পদক্ষেপ করতে চলেছে আমেরিকার গবেষণা সংস্থা। আগামী ১০ মে থেকে মঙ্গল গ্রহে থাকা শুরু করবেন জেসন লি, স্টেফানি নাভারো, পিয়ুমি উইজেসেকারা এবং শরিফ আল রোমাইথি (Jason Lee, Stephanie Navarro, Piyumi Wijesekara and Sharif Al Romaithi)। প্রস্তুতি তুঙ্গে।

চাঁদে মানুষ গেছে, একাধিক মহাকাশযান পাঠানো হয়েছে। সূর্যের দেশেও স্যাটেলাইট পাঠিয়ে গতিবিধি পর্যবেক্ষণের কাজ চলছে। তবে মঙ্গল (Mars) নিয়ে মানুষের উতসাহ কম নয়। লাল গ্রহের দেশের জল থেকে মাটি সব নিয়েই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু প্রায় ৪৫ দিন ধরে ভিনগ্রহে মানুষের থাকার মতো পরিস্থিতি রয়েছে কি? নাসা (NASA)সূত্রে জানা যাচ্ছে, আসলে ভবিষ্যতের পরিকল্পনার কথা মাথায় রেখে এক কৃত্রিম পরিবেশে গবেষণা চালানোর পরিকল্পনা করা হয়েছে। হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে মঙ্গলের আবহাওয়া, পরিবেশই কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। সেই পরিবেশেই ৪৫ দিন কাটাবেন জেসনেরা। নাসা এই গবেষণার নাম দিয়েছে ‘হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ’ (Human Exploration Research Analog)। অর্থাৎ আদতে মঙ্গলে মানুষ পাঠানোর মতো কোনও ব্যবস্থা করে উঠতে পারেনি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা । একই ধরণের পরিবেশ তৈরি করে গোটা বিষয়টা বুঝে নিতে চাইছেন বিজ্ঞানীরা। যে চার নভশ্চর ‘মঙ্গল যাত্রা’ করবেন তাঁদের মধ্যে রয়েছেন কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। স্টেফানি নাভারো নাসার স্যাটেলাইট প্রোগামের সঙ্গে যুক্ত ছিলেন। তা ছাড়া, তিনি সেনাবাহিনীতেও কাজ করেছেন। পিয়ুমি উইজেসেকারা নাসার গবেষক এবং আবু ধাবির বাসিন্দা শরিফ আল রোমাইথি পেশায় একজন বিমানচালক।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version