Tuesday, November 11, 2025

ভোটের আগে বাংলাকে কলুষিত-ছোট করার চক্রান্ত: বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) শনিবার, বিকেলে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভিডিও দেখিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, বিজেপি (BJP) নেতাদের মদতে সন্দেশখালিতে পূর্বপরিকল্পিত ভাবে ঘটনা ঘটানো হয়েছে এই ভিডিওতে সেটাই প্রকাশ। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ৩ বার দেখেছি। বাংলার রাজনীতি এতো নীচে নামতে পারে ভাবতে পারি না- তীব্র প্রতিক্রিয়া অভিষেকের (Abhishek Banerjee)।


সাংবাদিক বৈঠকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখানো হয়। এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভিডিও ফুটেজে বিজেপির নেতা স্বীকার করেছেন, বসিরহাট লোকসভায় তাঁদের প্রার্থী রেখা পাত্রও মিথ্যা অভিযোগ করেছিলেন। তার জন্য ২ হাজার টাকা নিয়েছেন রেখা। অভিষেক বিজেপিকে নিশানা করেন বলেন, “এঁরা বাংলার মা বোনেদের ইজ্জত পর্যন্ত বেঁচে দিয়েছে। ধর্ষণের অভিযোগ সব সাজানো।”

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”পিঠে পাটিসাপটা বানানো নিয়ে কত কথা বলেছিল সংবাদ মাধ্যম। কী ভাবে খবর প্রকাশ হয়েছিল! আর এখন এরা বলছে ধর্ষণই হয়নি। উল্টে ধর্ষণ নিয়ে যাতে কোনও পরীক্ষা দিতে না হয়, সে জন্য ৭ মাস আগের অভিযোগ দায়ের করেছে।” বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে অভিষেক বলেন, ”গঙ্গাধর বলেছে ২০০০টাকা দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে বাংলায়। রেখা পাত্র যিনি ওই এলাকার লোকসভা ভোটের প্রার্থী তিনিও ওই ২০০০ টাকার বিনিময়েই অভিযোগ করেছিলেন।”

ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) গঙ্গাধর কয়াল স্বীকার করছেন যে শুভেন্দু এটা করতে বলেছেন। সেই প্রসঙ্গ তুলে অভিষএক বলেন, ”ভিডিওতে উনি বলেছেন, ‘তাবড় তাবড় মাল’কে গ্রেফতার করানোর কথা। গঙ্গাধর বলেছেন, শুভেন্দু তাঁদের বলেছেন, তাবড় তাবড় মাল গ্রেফতার না করালে তোমাদের কিছু হবে না।”

এরপরেই বাংলাকে কলঙ্কিত করতেই বিজেপি এই ষড়যন্ত্র করেছে গেরুয়া শিবির- কটাক্ষ অভিষেকের। বললেন, ”আপনারা সবাইকে জেলে ঢোকান কিন্তু বাংলার অসম্মান করবেন না।”

বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্য দ্বিতীয় দফার নির্বাচানের দিন সন্দেশখালিতে এনএসজি তদন্ত নিয়েও তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ”পরিকল্পনা করে সন্দেশখালিতে রোবটও নামিয়ে দিল ওরা। যেন মনে হচ্ছিল চাঁদে চন্দ্রযানের প্রজ্ঞান নামছে। এই সব কিছুই দেখানোর জন্য। সব পরিকল্পিত।”

আরও পড়ুন: মতুয়াদের ঠকিয়ে চলেছেন! বিজেপিকে তীব্র আক্রমণ, বাংলায় কেউ উদ্বাস্তু থাকবেন না: আশ্বাস মুখ্যমন্ত্রীর

সন্দেশখালি নিয়ে সংবাদ পরিবেশন নিয়ে জাতীয় সংবাদ মাধ্যমকেও নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”খবর যাচাই না করেই বাংলার নামে খবর প্রকাশ করেছে জাতীয় সংবাদমাধ্যমগুলি। তাতে বাংলার সম্মান ভূলুণ্ঠিত হয়েছে। এঁদের প্রত্যেকের উচিত বাংলায় এসে ক্ষমা চেয়ে যাওয়া। একের পর এক সন্দেশখালি নিয়ে জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম পড়ছেন অভিষেক।”  



spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...