Monday, December 8, 2025

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন! রাহুলের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে জমা পড়ল অভিযোগ 

Date:

Share post:

‘রাহুল (Rahul Gandhi) ভারতের নাগরিক (Indian Citizen) নন, তিনি ব্রিটিশ নাগরিক’! আর সেকারণেই কংগ্রেস নেতার নাগরিকত্ব (Citizenship) নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়ন (Nomination) বাতিল করতে হবে।

অভিযোগকারীর আইনজীবীর অভিযোগ, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। তাছাড়া মোদি পদবি নিয়ে মানহানি মামলায় রাহুলকে দু’ বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে তাঁর মনোনয়ন গ্রহণ করল? অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে কমিশনে। তবে রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্ৰেস সাফ জানিয়েছে রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। তবে অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি। যার কোনো ভিত্তি নেই। যদিও এই বিষয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ভোটের আবহে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

চলতি নির্বাচনে ওয়েনাড় থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস। গত ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়েনাড়ে ভোটও মিটে গিয়েছে। এবার রায়বরেলি কেন্দ্র থেকেও লড়বেন রাহুল। দলের ঘোষণার পর শনিবার রায়বরেলিতে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। তারপরই সামনে এল এমন অভিযোগ। তবে কমিশন রাহুলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...