সাতদিন তাপমাত্রা থাকবে নিম্নমুখী, দুর্যোগের সতর্কবার্তা

বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়া নিয়ে অধিকর্তা জানান, দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এক সপ্তাহ সঙ্গে রাখতে হবে ছাতা, তবে রোদের জন্য নয়। আপাতত প্রবল গরম বা তাপপ্রবাহের সম্ভাবনা খারিজ করল আবহাওয়া দফতর। উপরন্তু আগামী সাতদিন তাপমাত্রায় হেরফের তেমন হবে না, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বুধবারও রাজ্যের দক্ষিণ জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আজ, বুধবারের সন্ধ্যার পর থেকে আগামী প্রায় এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অনেকটাই স্বস্তিদায়ক। “আগামী সাতদিন পশ্চিমবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া চলবে। সর্বোচ্চ তাপমাত্রায় বড় পরিবর্তন নেই”, জানালেন সোমনাথ দত্ত, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।

সেই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়া নিয়ে অধিকর্তা জানান, দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বৃহস্পতিবারও একইভাবে বৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।