ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবারে মনোনয়ন দাখিল করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। অভিষেকের এই কর্মসূচি ঘিরে সাজ সাজ রব তৃণমূলে। এরপরই আসানসোলে প্রচারে (Election Campaign in Asansol) যাবেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃহস্পতিবার কালনা ও রামপুরহাটে প্রচার করতে যেতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাধ্য হয়ে কলকাতা থেকেই ভার্চূয়াল মাধ্যমে সভা করেছেন তিনি। আজ মনোনয়ন দাখিলের পর আসানসোলে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিন্হার হয়ে রোড-শো করবেন তিনি।

