Sunday, August 24, 2025

তিস্তা-সহ ৫২ নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! ভোট মিটলেই ভারত সফরে শেখ হাসিনা

Date:

লোকসভা ভোট (Loksabha Election) মিটলেই ভারত (India) সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বৃহস্পতিবার ঢাকায় (Dhaka) বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পর্ব মিটতেই দিল্লি না বেজিং কোন দেশে আগে যাবেন এমন এক প্রশ্নের উত্তরে এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দিল্লি তো কাছেই আগে সেখানেই যাবেন প্রধানমন্ত্রী হাসিনা। ভারত সফর সেরে তিনি বেজিংয়ে যাবেন।

অন্যদিকে, এদিন বৈঠক শেষে বিদেশ সচিব বিনয় মোহন জানান, প্রধানমন্ত্রী হাসিনার এবারের সফরে তিস্তা-সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহমান ৫২টি নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রকল্প রূপায়ণে চিনকে সরিয়ে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় ভারত। ঢাকা সফরে গিয়ে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিদেশ সচিব। পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যে প্রকল্প হবে তা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী হবে এবং তাতে বাংলাদেশের প্রয়োজন পূরণ হবে বলেই প্রতিশ্রুতি ভারতের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে, ইলেক্ট্রিক কানেক্টিভিটির ক্ষেত্রে নেপাল-ভুটানকে ট্রানজিট করার বিষয়েও প্রাধান্য দেওয়া হচ্ছে।সেক্ষেত্রে ভারতের ওপর দিয়ে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।

অন্যদিকে ভিসা সমস্যা মেটাতে বাংলাদেশ সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত হত্যার বিষয়টিও বিস্তারিতভাবে বাংলাদেশের তরফে ভারতকে জানানো হয়েছে বলে খবর। তবে ভারতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে প্রাণহানির ঘটনা কমাতে অস্ত্র ব্যবহারে বিশেষ নজর দিতে হবে।


Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...
Exit mobile version