Friday, December 19, 2025

তিস্তা-সহ ৫২ নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! ভোট মিটলেই ভারত সফরে শেখ হাসিনা

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) মিটলেই ভারত (India) সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বৃহস্পতিবার ঢাকায় (Dhaka) বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পর্ব মিটতেই দিল্লি না বেজিং কোন দেশে আগে যাবেন এমন এক প্রশ্নের উত্তরে এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দিল্লি তো কাছেই আগে সেখানেই যাবেন প্রধানমন্ত্রী হাসিনা। ভারত সফর সেরে তিনি বেজিংয়ে যাবেন।

অন্যদিকে, এদিন বৈঠক শেষে বিদেশ সচিব বিনয় মোহন জানান, প্রধানমন্ত্রী হাসিনার এবারের সফরে তিস্তা-সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহমান ৫২টি নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রকল্প রূপায়ণে চিনকে সরিয়ে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় ভারত। ঢাকা সফরে গিয়ে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিদেশ সচিব। পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যে প্রকল্প হবে তা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী হবে এবং তাতে বাংলাদেশের প্রয়োজন পূরণ হবে বলেই প্রতিশ্রুতি ভারতের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে, ইলেক্ট্রিক কানেক্টিভিটির ক্ষেত্রে নেপাল-ভুটানকে ট্রানজিট করার বিষয়েও প্রাধান্য দেওয়া হচ্ছে।সেক্ষেত্রে ভারতের ওপর দিয়ে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।

অন্যদিকে ভিসা সমস্যা মেটাতে বাংলাদেশ সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত হত্যার বিষয়টিও বিস্তারিতভাবে বাংলাদেশের তরফে ভারতকে জানানো হয়েছে বলে খবর। তবে ভারতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে প্রাণহানির ঘটনা কমাতে অস্ত্র ব্যবহারে বিশেষ নজর দিতে হবে।


spot_img

Related articles

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের...

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...