ইয়ার গ্যালাক্সির নতুন শাখার উদ্বোধন হল, বর্ধমান 62, আরবি ঘোষ রোড, খোশবাগান (সমাধান ডায়াগনস্টিকের বিপরীতে) ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ কে ভৌমিক, ইএনটি সার্জন, সিএনসিআই, কলকাতা , ডাঃ রিতম রায়, ইএনটি সার্জন, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ,ডাঃ শাশ্বত সরকার, ইএনটি সার্জন, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল , সৌমিত্র গুপ্তভায়া, পরিচালক, ইয়ার গ্যালাক্সি।
কর্তৃপক্ষ জানান , তাদের লক্ষ্য মানুষকে শ্রবণ যন্ত্র সুলভ মূল্যে পৌঁছে দেওয়া। যারা এই সমস্যায় ভুগছেন তাদের পাশে সব সময় আছে ইয়ার গ্যালাক্সি।