Thursday, August 21, 2025

BJP-র মহানাটক! মুকুটমণির ‘স্ত্রী’র হাতে গেরুয়া পতাকা দিলেন মিঠুন, গুরুত্ব দিচ্ছে না TMC

Date:

Share post:

উন্নয়নের কথা নেই। নেই সন্দেশখালির ভুয়ো ভিডিও নিয়ে কোনও মন্তব্য। সভা করে মহানাটক বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তীর। শনিবার, তাহেরপুরে দলীয় প্রার্থী সমর্থনে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এক মহিলাকে মঞ্চে তুলে হাতে গেরুয়া পতাকা তুলে দেন। পরিচয় দেন তৃণমূল (TMC) প্রার্থী মুকুটমণি অধিকারীর (Mukutmani Adhikari) আইনত স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। তবে, বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চায় না তৃণমূল।

রানাঘাট লোকসভা কেন্দ্রে BJP-র জগন্নাথ সরকারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া চিকিৎসক মুকুটমণিকে। তিনি মতুয়া সমাজেও খুবই জনপ্রিয়। তাঁর স্ত্রীই নাকি স্বস্তিকা। রাজনৈতিক মহলের মতে, মুকুটমণি ও স্বস্তিকার আইনিভাবে বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক তলানিতে। গত বছর ২৮ মে তাঁদের বিয়ে হয়। কিন্তু পরের দিন থেকেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে বলে অভিযোগ স্বস্তিকার। BJP-তে থাকাকালীনই মুকুটমণির বিরুদ্ধে তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী।

লোকসভা নির্বাচনের হলফনামাতেও মুকুটমণি জানিয়েছিলেন তিনি স্ত্রীর থেকে আলাদা থাকেন। দলীয় প্রার্থীর স্ত্রীর বিজেপিতে যোগদানের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জানান, বহুদলীয় গণতন্ত্রে এটি স্বাভাবিক। প্রত্যেক মানুষই স্বতন্ত্র। তাঁদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এই উদাহরণ ভারতের রাজনৈতিক ইতিহাসে অনেক রয়েছে। এর আগে দেখা গিয়েছে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের স্বামী কেন্দ্রীয় সরকারের অর্থনীতির সমালোচনা করেছেন। একসময় স্বামীর হয়ে লড়াই করে তাঁকে জিতিয়ে দেওয়া সুজাতা মণ্ডল এখন বিজেপি প্রার্থী প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী। এই বহুদলীয় গণতন্ত্রই চায় না বিজেপি। নরেন্দ্র মোদি নিজেই নির্বাচনী হলফনামায় দীর্ঘদিন তাঁর স্ত্রীকে স্বীকৃতি দেননি। পরে চাপে পড়ে দিতে বাধ্য হয়েছেন। প্রত্যেক মানুষই স্বতন্ত্র। সুতরাং স্বস্তিকার বিজেপিতে যোগদান স্বাভাবিক।

আরও পড়ুন- অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে পড়ে ১ কোটি টাকার চাকরি

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...