Tuesday, November 4, 2025

দিল্লির অঙ্গুলি হেলনে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে, তোপ অভিষেকের

Date:

Share post:

শুধু বাংলার বিজেপি নেতারা না, দিল্লির বিজেপি নেতাদেরও সন্দেশখালির মহিলাদের সম্মানহানির পিছনে হাত রয়েছে বলে সরাসরি দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন মাস ধরে যে সন্দেশখালিকে সামনে রেখে বাংলাকে গোটা ভারতের কাছে অপমানিত করার যে চিত্রনাট্য রচনা করা হয়েছিল তা যে দিল্লির নেতাদের মদতে, রবিবার হাওড়ার নির্বাচনী জনসভা থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে আসতেই বারবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল বিজেপির নেতাদের এর জন্য ক্ষমা চাইতে হবে। আজও পর্যন্ত বিজেপির কোনও নেতা বাংলার মহিলাদের, সন্দেশখালির মহিলাদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার পরও এতটুকু অনুতাপ প্রকাশ করেননি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ব্যতিক্রম না। নির্বাচনী জনসভা থেকে সন্দেশখালিকে ধর্মীয় রঙ দেওয়ার চেষ্টা করলেও সেখানকার মহিলাদের সঙ্গে যে অন্যায় বিজেপির নেতারা করেছে তার জন্য এতটুকুও অনুতাপ প্রকাশ করতে তাঁকে দেখা যায়নি। পাল্টা জনসভা থেকে অভিষেক দাবি করেন, “আজ প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল। ভেবেছিলাম মানুষের কাছে ক্ষমা চাইবেন। এখন তো বুঝছি খালি বাংলার নেতারা দায়ী নয়। দিল্লির অঙ্গুলি হেলনে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে।”

রাজ্যের সম্মানহানি করার পাশাপাশি রাজ্যের মানুষকে শোষণের কোনও মাত্রাই বাকি রাখেনি বিজেপি। রাজ্য যেখানে মানুষের ন্যায্য পাওনা মিটিয়ে তাঁদের হাতে ক্ষমতা তুলে দেওয়া চেষ্টা করছে, তখন কেন্দ্রের সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে সায়েস্তা করার চেষ্টা করছে। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারেও উন্নয়নমূলক কথা নেই খোদ প্রধানমন্ত্রীর মুখে। অভিষেক দাবি করেন, “প্রধানমন্ত্রী আসছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র বাসস্থান এই নিয়ে কোনও কথা নেই। কথা কী নিয়ে? আমি মন্দির করেছি তাই আমাকে ভোট দাও। আমি যদি বলি আমি বালির উন্নয়ন করব না, কাল বালিতে সবথেকে বড় মন্দির করে দেব, আপনারা আমার কথা মানবেন?”

ধর্মীয় মেরুকরণ ছাড়া উন্নয়নের প্রশ্নে বিজেপি এতটাই অন্তঃসারশূন্য যে নির্বচনী ইস্তেহারেও তারা উন্নয়নের উল্লেখ করেনি বলে নির্বাচনী জনসভা থেকে কটাক্ষ করেন অভিষেক। হাওড়ার সাংসদ তথা এবারের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বালির জনসভা থেকে এভাবেই বিজেপির ফুটো বেলুন নিয়ে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...