Monday, November 24, 2025

হাওয়ায় উড়ছে ৫০০-র নোট! ভোটের আগেই অন্ধ্র প্রদেশে উদ্ধার কোটি কোটি টাকা

Date:

Share post:

এ যেন ঠিক গল্পের মতো। রাত-বিরেতে রাস্তায় উড়তে দেখা গেল ৫০০ টাকার অজস্র নোট (500 Rupee Notes)। আর তা দেখতে পেয়েই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা কুড়োনোর ধুম পথচলতি মানুষের। সেই ভিড় সামলাতে পুলিশেরও (Police) মাথা খারাপ হওয়ার জোগাড়। লোকসভার (Loksabha Election)চতুর্থ দফা ভোটের আগেই অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কিন্তু কোথা থেকে এল এত টাকা? তা জানলে অবাক হবেন।

পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি দুর্ঘটনাগ্রস্ত টেম্পো গাড়ির ডালা খুলতেই রহস্যের সমাধান হয়। দেখা যায়, সেই গাড়িতেই থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। সেই গাড়িতে তল্লাশি চালাতেই কমপক্ষে নগদ ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরেই কোটি কোটি টাকার হদিশ পায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। এদিকে দূর্ঘটনার পর পথচলতি লোকজন গাড়ির চালককে উদ্ধার করতে এসেই বিষয়টি জানতে পারেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে।


জানা গিয়েছে, ওই গাড়ি থেকে মোট ৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। তবে এই টাকা কার এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে লোকসভা নির্বাচনের সময় এত বড় অঙ্কের নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় অন্ধ্র প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনে আগামিকাল ভোটগ্রহণ।


spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে সার্ভার জট কাটাতে বিশেষ অ্যাপ চালু করল রাজ্য নির্বাচন দফতর 

ভোটার তালিকা সংশোধন পর্বে সার্ভার সমস্যায় জর্জরিত বিএলওদের কাজ দ্রুততর করতে বিশেষ অ্যাপ চালু করল রাজ্য নির্বাচন দফতর।...

কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিজের অভিনীত শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চিরবিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র...

‘ভুল’ পথে মিছিল: সপ্তাহের প্রথমদিনে শহরের বুকে অশান্তি তৈরির চেষ্টা চাকরিপ্রার্থীদের

সপ্তাহের প্রথম দিন শহরে অরাজকতা তৈরির চেষ্টা শিক্ষক চাকরিপ্রার্থীদের। যে সময়ে রাজ্যের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত মন্ত্রিসভার, গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে (North Bengal) মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা...