Monday, December 15, 2025

হাওয়ায় উড়ছে ৫০০-র নোট! ভোটের আগেই অন্ধ্র প্রদেশে উদ্ধার কোটি কোটি টাকা

Date:

Share post:

এ যেন ঠিক গল্পের মতো। রাত-বিরেতে রাস্তায় উড়তে দেখা গেল ৫০০ টাকার অজস্র নোট (500 Rupee Notes)। আর তা দেখতে পেয়েই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা কুড়োনোর ধুম পথচলতি মানুষের। সেই ভিড় সামলাতে পুলিশেরও (Police) মাথা খারাপ হওয়ার জোগাড়। লোকসভার (Loksabha Election)চতুর্থ দফা ভোটের আগেই অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কিন্তু কোথা থেকে এল এত টাকা? তা জানলে অবাক হবেন।

পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি দুর্ঘটনাগ্রস্ত টেম্পো গাড়ির ডালা খুলতেই রহস্যের সমাধান হয়। দেখা যায়, সেই গাড়িতেই থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। সেই গাড়িতে তল্লাশি চালাতেই কমপক্ষে নগদ ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরেই কোটি কোটি টাকার হদিশ পায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। এদিকে দূর্ঘটনার পর পথচলতি লোকজন গাড়ির চালককে উদ্ধার করতে এসেই বিষয়টি জানতে পারেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে।


জানা গিয়েছে, ওই গাড়ি থেকে মোট ৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। তবে এই টাকা কার এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে লোকসভা নির্বাচনের সময় এত বড় অঙ্কের নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় অন্ধ্র প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনে আগামিকাল ভোটগ্রহণ।


spot_img

Related articles

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের...