জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ! ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন

সোমবার রাজ্যের ৮ আসনে চতুর্থ দফার নির্বাচন। সকাল থেকেই মোটের উপর নির্বিঘ্নে ভোটাভুটি চলছে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি এটাই স্বস্তির। তবে এদিন বেলা গড়াতেই বিরোধীরা পায়ের তলার মাটি হারিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে বেড়েছে অভিযোগের (Complaint) সংখ্যাও। বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনে ১০৮৮ অভিযোগ জমা পড়েছে বলে খবর। কমিশনের তরফে জানানো হয়েছে সবচেয়ে বেশি অভিযোগ করেছে সিপিএম, তাদের অভিযোগের সংখ্যা ৭২, তারপরেই রয়েছে কংগ্রেস ৬০, বিজেপি ৬ এবং তৃণমূল কংগ্রেস মাত্র ১টি অভিযোগ জানিয়েছে।


এদিকে, ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে (Presiding officer) সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর, ইলামবাজারের ২৫ নম্বর বুথে বহিরাগতরা বার বার ঢোকার চেষ্টা করে সাধারণ ভোটারদের প্রভাবিত করছিল। কিন্তু কোনও রকম ব্যবস্থা নেয়নি বুথের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, রিজার্ভে রাখা অন্য প্রিসাইডিং অফিসারকে সেখানে পাঠানো হয়েছে।


তবে এখনও পর্যন্ত ভোটদানের হারে সবথেকে এগিয়ে রয়েছে বহরমপুর। সবচেয়ে কম ভোটদান হয়েছে আসানসোলে।


Previous articleভারতীয় দলের কোচের পদে নতুন করে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড় : সূত্র
Next articleচাপে পড়ে এবার FIR খারিজের আর্জি নিয়ে হাই কোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ