গতকাল চিপকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিলো চেন্নাই সুপার কিংস। মনে করা হচ্ছে চিপকে এটাই শেষ ম্যাচ ধোনির। যদিও এই নিয়ে মুখে কিছু বলেননি মাহি। মুখ খোলেনি চেন্নাই কর্তৃপক্ষও। তবে এই নিয়ে এবার মুখ খুললেন ধোনির সতীর্থ সুরেষ রায়না।

চলতি আইপিএল শুরু হওয়ার পর থেকেই মনে করা হচ্ছে এটাই শেষ আইপিএল মাহির। মরশুম শেষে সরে যেতে পারেন ধোনি। চলতি আইপিএল-এ অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন ক্যাপেন্ট কুল। তাছাড়া গতকাল সোশাল মিডিয়ায় রাজস্থান ম্যাচের পর অপেক্ষা করতে বলা হয়েছিল ভক্তদের। যা নিয়ে জল্পনা আরও বেড়েছিল হয়তো এটাই শেষ ম্যাচ মাহির। আর এরই মাঝে এই নিয়ে মুখ খুললেন রায়না। ধারাভাষ্য দেওয়ার সময় তাঁকে অভিনব মুকুন্দ প্রশ্ন করেন, “একটা প্রশ্ন অবশ্যই তোমাকে করা উচিত। এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ?” সঙ্গে সঙ্গে উত্তর দেন রায়না, “একেবারেই নয়।” তারপরই হাসিতে ফেটে পড়েন।

এদিকে ভবিষ্যতে মহেন্দ্র সিং ধোনির নামে মন্দির তৈরি হবে মনে করছেন অম্বতি রায়ডু। এই নিয়ে রায়ডু বলেন, “ও চেন্নাইয়ের ভগবান। আমি নিশ্চিত ভবিষ্যতে চেন্নাইয়ে ওর মন্দির তৈরি হবে। ও ভারতকে বিশ্বকাপ দিয়েছে। আইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে চেন্নাই ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছেন। ধোনি সবসময় প্লেয়ারদের আত্মবিশ্বাস দিয়েছে। ও যা করেছে, সব দেশ আর সিএসকের জন্য করেছে।“

আরও পড়ুন- ‘পন্থের সঙ্গে অন্যায় হয়েছে’, দিল্লির অধিনায়কের পাশে দাঁড়িয়ে বললেন মহম্মদ শামি
