Thursday, December 4, 2025

উধাও মোদি ঝড়, ম্লান রামমন্দির! কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট “অব কি বার/ ইন্ডিয়া সরকার”!

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই চার দফায় ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর বাকি তিন দফা। দেশজুড়ে উধাও মোদি ঝড়! রামমন্দির ইস্যুও ম্লান! ঘুরতে শুরু করেছেন শিল্পপতিরা! শেয়ার বাজারে ধসের আশঙ্কা! চারশো চারশো বলে বাজার গরম করলেও বিজেপি নেতাদের শরীরী ভাষায় সেই আত্মবিশ্বাস উধাও! প্রথম চারদফায় ভোটের পর মোদি শাহদের চোখে মুখে হতাশার বহিঃপ্রকাশ!

এদিকে, কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট “অব কি বার/ ইন্ডিয়া সরকার”! দেশজুড়ে অন্তত ১৪০ জিতছেই কংগ্রেস। এবার সবমিলিয়ে ৩২৮টি আসনে লড়ছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই ২০৪টিতে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত, ১৩৫ থেকে ১৪০টি আসন মিলছেই। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজোট ‘ইন্ডিয়া’ ৩০০ আসন পেরিয়ে যাবে বলেই অঙ্ক কষে ফেলেছে কংগ্রেস।

গতকাল, সোমবার চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে ৩৭৯ কেন্দ্রে। বাকি আর তিন দফা। তবে এর মধ্যেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের। মোদি ঝড় উধাও, রামমন্দির ইস্যুও পিছনের সারিতে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চিত মধ্যবিত্ত… একের পর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদির। তার উপর নির্বাচনী বন্ড নিয়ে লাগাতার বিজেপি-বিরোধী ক্ষোভ। এছাড়া এজেন্সির অতিসক্রিয়তা তো রয়েইছে। এই সব মিলিয়ে তাই কংগ্রেস আশাবাদী, ১৪০’এর কম আসন তাদের ঝুলিতে আসবে না। সেক্ষেত্রে হেসেখেলে ‘ইন্ডিয়া’ সরকার গড়ে ফেলবে।

এ প্রসঙ্গে কংগ্রেস উদাহরণ টেনেছে ২০০৪ সালের। সেবার কংগ্রেস ১৪৫টি আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল। কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এ পর্যন্ত ১১০-১২০ আসছেই। বাকিটা শেষ তিন পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকী, কোনও কোনও রাজ্যে ‘সারপ্রাইজ’ ফল হবে বলেও আশায় রয়েছে হাইকমান্ড। একবার ‘ইন্ডিয়া’ ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজোটে শামিল হবে। আর যেভাবে এই চার দফায় ভোটদানের হার কমছে, তাতে উজ্জীবিত হয়ে উঠছে কংগ্রেস। বছরে ১ লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকেই কংগ্রেসের ফর্ম ভরার উৎসাহ বাড়ছে মহিলাদের মধ্যে। ততটাই কপালে ভাঁজ বাড়ছে গেরুয়া শিবিরের।

আরও পড়ুন- মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা ১৪, সকালেও চলছে উদ্ধার কাজ

 

 

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...