Saturday, August 23, 2025

নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেন গাধার পিঠে চড়ে। তবে অনামী অখ্যাত বিহারের (Bihar) এই প্রার্থী মনোনয়নের দিনই সপাটে বিজেপি সরকারের গালে যেন একটা চড় কষালেন, বলছে স্থানীয় রাজনৈতিক মহল। শুধুমাত্র নির্বাচনের মাঠে না, প্রতিটি পদক্ষেপে বিজেপির অপশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান সত্যেন্দ্র বৈঠা Satyendra Baitha)।

বিহারের গোপালগঞ্জ (Gopalganj) থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সত্যেন্দ্র। মূলত স্থানীয় সমস্যাকে দেশের নেতৃত্বদের সামনে তুলে ধরতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর দাবি কোনও সাংসদই জিতে যাওয়ার পরে এলাকায় আর আসেন না। এলাকার সমস্যা নিয়ে সংসদে তুলে ধরা তো দূরের কথা, তাঁরা দিল্লি বা নিদেনপক্ষে পাটনায় থাকেন। তিনি নির্বাচিত হলে এলাকাতেই থাকবেন। এবং প্রয়োজন মতো সব সময়ই তাঁকে পাওয়া সম্ভব হবে বলেই তিনি নিজের সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আর সবটাই করছেন গাধার (donkey) পিঠে চড়ে।

তবে সম্প্রতি তিনি নজরে আসেন মনোনয়ন জমা দেওয়ার দিন। গোপালগঞ্জে কেন্দ্র থেক মনোনয়ন (nomination) জমা দেওয়ার জন্যও তিনি গাধার পিঠে চড়েই যান। কেন এইভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, প্রশ্ন করতেই তাঁর দাবি, বিজেপির অপশাসনকে তুলে ধরতেই এই প্রয়াস। তিনি বলেন, “পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেশি এবং আমার মতো অনেক মানুষের পক্ষেই সেটা ব্যয় করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই আমি প্রচারে গাধায় চড়ায় সিদ্ধান্ত নিয়েছি।” পেট্রোল, ডিজেলের দামকে মাথায় রেখে স্থানীয় সহজলভ্য প্রাণীকেই নিজের বাহন হিসাবে বেছে নিয়ে বিজেপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কটাক্ষ করেছেন।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version