Monday, August 25, 2025

ম্যাচ হেরে হতাশ মাহি, ম্যাচ শেষে বিরাটদের সঙ্গে মেলালেন না হাত

Date:

গতকাল হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও, দলকে জেতাতে ব্যর্থ হন সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে এখানে শেষ হয় সিএসকের যাত্রা। আর সেই কারণেই ম্যাচ হেরে হতাশ মাহি। এমনকী ম্যাচের পর বেঙ্গালুরু ক্রিকেটারদের সঙ্গে মেলালেন না হাত, হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে গেলেন মাহি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দু’দলের ক্রিকেটারেরা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। আর তা দেখে অবাক হন চেন্নাইয়ের অন্য ক্রিকেটারেরা। সে সময়ই পাশ দিয়ে লাইন করে মাঠে ঢুকছিলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে সামান্য করমর্দন করেই চলে যান মাহি। আর ক্যাপ্টেন কুলের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে ২১৮ রান করে আরসিবি। চেন্নাইয়ের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন কোহলি। অর্ধ শতরান হাতছাড়া হলেও নজির গড়েন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। গতকাল ৪৭ রান করতেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির গড়লেন কোহলি।জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় সিএসকের ইনিংস। কাজে আসেনি রচীন রবীন্দ্রর ৬১ রান।

আরও পড়ুন- শেষ ম্যাচের শেষে রোহিতের সঙ্গে আলাদা কথা নীতা আম্বানীর, দলে ফেরাতেই নতুন উদ্যোগ মুম্বই কর্ণধারের?

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version