Saturday, November 1, 2025

বিজেপির প্রচারে ধর্মীয়-সাম্প্রদায়িক বার্তা: এতদিনে কড়া নির্দেশ কমিশনের

Date:

Share post:

ক্ষমতায় থাকা দলের অতিরিক্ত দায়িত্ব থাকে। বিজেপিকে স্মরণ করিয়ে দিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। বিরোধীদের লাগাতার অভিযোগ। তারপরেও বিজেপি নেতা, এমনকি প্রধানমন্ত্রীর জাতি ও ধর্মীয় বিদ্বেষমূলক আক্রমণ জারি থাকে। বিভিন্ন আদালতে দায়িত্ববোধ নিয়ে বারবার ভর্ৎসিত হয় কমিশন। অবশেষে বিজেপিকে সেই সব অভিযোগ নিয়ে কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। যদিও বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও কয়েকটি সতর্কতামূলক নির্দেশ দেওয়া হয়। বিরোধীরা কমিশনের পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলে এসেছে, কার্যত বিজেপির সঙ্গে কংগ্রেসকেও নোটিশ দিয়ে সেই বার্তাকে ‘ভুল’ প্রমাণ করার চেষ্টা করল কমিশন।

কমিশনের নির্দেশিকায় আলাদাভাবে বিজেপিকে সতর্ক করা হয় ধর্মীয় ও সাম্প্রদায়িক বক্তব্য পেশ থেকে বিরত থাকতে। নির্বাচনী প্রচারে বিজেপি নেতারা যে ধরনের ধর্মীয় ও সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন এবং তা নিয়ে যে অভিযোগ দায়ের হয়েছে, অবশেষে ষষ্ঠ দফা নির্বাচনে আগে তা নিয়ে পদক্ষেপ কমিশনের। কমিশন উল্লেখ করে “ভারতের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এক স্থায়ী সম্পদ এবং নির্বাচনে কোনও দুর্ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়”।

সেই সঙ্গে বিজেপিকে বার্তা দেওয়া হয় ‘ক্ষমতায় থাকা দলের’ কিছু অতিরিক্ত দায়বদ্ধতা থাকে। সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে অন্য রাজনৈতিক দলগুলিকেও তাঁদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করা হয়। সব দলকেই সামান্য বিচ্যুতির বিষয়ে সতর্ক করে কমিশন ষষ্ঠ দফার নির্বাচনের আগে। কংগ্রেস ও বিজেপির দুই দলের তারকা প্রচারকদের কোনও ধরনের বিভাজনমূলক বক্তব্য পেশ থেকে সতর্ক থাকতে নির্দেশ দেয় কমিশন। এই সংক্রান্ত নির্দেশিকা দুই দলের সভাপতি জে পি নাড্ডা ও মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো হয়।

spot_img

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...