Thursday, August 28, 2025

ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছিল আইপিএল-এর এই দলের কোচের কাছে

Date:

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পর আর রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচের পদে থাকবেন না তিনি। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য বিজ্ঞাপণ দিয়েছে বিসিসিআই। তবে এরই মধ্যে জানা যাচ্ছিল বেশ কয়েক প্রাক্তন ক্রিকেটারকে ভারতের কোচ পদের জন্য বেশ কয়েকজনকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তারা হলেন রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ার, স্টিফেন ফ্লেমিং এবং গৌতম গম্ভীর। আর এই নিয়ে এবার মুখ খুললেনন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। জানালেন তাঁর কাছে প্রস্তাব এসেছিল টিম ইন্ডিয়ার কোচ হওয়ার।

এই নিয়ে পন্টিং বলেন, “ জাতীয় দলের কোচ হতে আমার ভালই লাগবে। কিন্তু আমি বাড়িতেও সময় কাটাতে চাই। ভারতীয় দলের কোচ হলে সেই সময়টা পাব না। তাছাড়া আইপিএল দলের কোচিংও করাতে পারব না। ভারতের কোচ হতে গেলে এই সব কিছু ছেড়ে দিতে হবে আমাকে। জাতীয় দলে থাকতে গেলে ১০-১১ মাস সময় দিতে হয়। আমার এখন যা জীবনযাপন তার সঙ্গে এই সময়টা দেওয়া কঠিন। আমি নিজের মতো সময় কাটাতে চাই।সাধারণত এই ব্যাপারগুলো আগে সোশাল মিডিয়ায় আসে, তারপর আমাদের কাছে। তবে একথা সত্যি যে আইপিএল চলাকালীন একাধিকবার কথাবার্তা হয়েছে। মূলত ওরা জানতে চেয়েছিল আমি আবেদন করব কি না। আমার আগ্রহ কতটা সেটাই জানতে চেয়েছিল।“

এখানেই না থেমে পন্টিং আরও বলেন, “ আমার পরিবার এবং সন্তানেরা গত পাঁচ সপ্তাহ ধরে আমার সঙ্গে রয়েছে। ওরা প্রতি বছরই আসে। আমার ছেলেকে বলেছিলাম যে, ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ এসেছে আমার কাছে। তাতে ও বলল, নিয়ে নাও দায়িত্ব। আমরা কয়েক বছরের জন্য ভারতে থেকে যাব। ওরা ভারতকে এতটাই ভালবাসে। এখানকার ক্রিকেট সংস্কৃতি ওদের খুব পছন্দের। কিন্তু আমার পক্ষে এখন এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়।“

আরও পড়ুন- তারকা মিডফিল্ডারকে ছাড়ছে মোহনবাগান, কিয়ান এবার চেন্নাইয়ানে : সূত্র

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version