Sunday, November 9, 2025

মোদিকে শুকনো ‘ধন্যবাদ’, রাহুলকে ‘অনুপ্রেরণা’ কেন বললেন গ্রাঁ প্রি জয়ী পায়েল

Date:

Share post:

কান (Cannes) চলচ্চিত্র উৎসবের মঞ্চে গ্রাঁ প্রি (Grand Prix award) জিতে আলোড়ন ফেলে দিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। পুরস্কারের কথা ফাঁস হতেই পায়েলের পরিচয় নিয়ে গোটা দেশে আরও এক আলোড়ন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কান-এর মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান জেতার পরে পায়েলকে অভিনন্দন জানাতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই অভিনন্দনের পাল্টা শুকনো ধন্যবাদ জানালেন পায়েল। অন্যদিকে রাহুল গান্ধীর অভিনন্দনের পাল্টা তাঁকে ‘অনুপ্রেরণা’ বলে উল্লেখ করলেন পায়েল।

২০১৫ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে বসানোর সময় সংস্থার যে পড়ুয়ারা প্রতিবাদে সামিল হয়েছিল তাঁদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পায়েল। ১৩৯ দিন ধরে লাগাতার সেই আন্দোলন চলেছিল। পরিণামে একদিকে শাস্তিমূলক ব্যবস্থা তো নিয়েই ছিল কর্তৃপক্ষ, সেই সঙ্গে তাঁর নামে এফআইআর (FIR)-ও দায়ের করা হয়। সেই সময় পায়েল ও তাঁর সতীর্থদের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী।

কান-এর মঞ্চে সম্মানের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় পায়েলকে অভিনন্দন জানান রাহুল গান্ধী (Rahul Gandhi)। উত্তরে পায়েল লেখেন, “জীবনে সত্যিকারের অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার সহনশীলতা ও দৃঢ়তা আরও বড় মানুষ হতে আমাকে অনুপ্রাণিত করেছে।”

অন্যদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিনন্দন জানাতে গিয়ে স্বীকার করে নিয়েছেন পায়েল অসাধারণ ‘প্রতিভার অধিকারী’। সেই সঙ্গে “এফটিআইআই-এর প্রাক্তনী হিসাবে তাঁর অসামান্য প্রতিভা বিশ্বমঞ্চকে আলোকিত করেছে, ভারতের সৃজনশীলতাকে তুলে ধরে”, এমন কথাও বলেন তিনি। উত্তরে এতদিন পরে প্রংসায় ধন্যবাদ জানিয়েছেন পায়েল। তিনি লেখেন, “আপনার অনুপ্রেরণার অর্থ অনেক আমার কাছে।”

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...