‘দলের জন্য গর্বিত’, চ্যাম্পিয়ন হয়ে বললেন কেকেআর অধিনায়ক

ম্যাচ শেষে শ্রেয়স বলেন,” এটাই দলের কাছে চেয়েছিলাম। ওরা করে দেখিয়েছে।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ২০১৪ সালের পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হলো কেকেআর। আর এই জয়ে দলের জন্য গর্বিত দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। বললেন, এটাই দলের কাছে চেয়েছিলাম।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন,” এটাই দলের কাছে চেয়েছিলাম। ওরা করে দেখিয়েছে। এই মরশুমে আমরা অপ্রতিরোধ্য ক্রিকেট খেলেছি। কোনও ভুল হয়নি। পুরো প্রতিযোগিতা জুড়ে দাপট দেখিয়েছি। ফাইনালেও সেটা করে দেখিয়েছি।” দল ভালো খেললেও , গতকাল ম্যাচের অন্যতম নায়ক হলেন আন্দ্রে রাসেল এবং মিচেল স্টার্ক। তাই ম্যাচ শেষে আলাদা করে এই দুই ক্রিকেটারের প্রশংসা করেন নাইট অধিনায়ক। এই নিয়ে শ্রেয়স বোলিন,” বড় ক্রিকেটারেরা ঠিক সময়ে নিজেদের জাত চেনায়। স্টার্কও সেটাই করেছে। ও নেটে যেভাবে পরিশ্রম করে সেটা দেখে অনেকের শিক্ষা নেওয়া উচিত। কোনও ফাঁকি দেয় না। ঠিক সময়ে নিজের কাজটা করেছে স্টার্ক। আর রাসেলের হাতে জাদু আছে। যখনই উইকেট নেওয়ার দরকার হয় ওর হাতে আমি বল তুলে দিতে পারি। ও নিজেও বল করার জন্য মরিয়া হয়ে থাকে। আমি ওর দিকে তাকালেই দেখি ও আমার দিকে তাকিয়ে। ওরা আমার কাজটা অনেক সহজ করে দেয়।”

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় কলকাতার, একনজরে নাইটদের X Factors


 

Previous articleসোমবার উত্তর কলকাতায় মমতা, ডায়মন্ড হারবারে প্রচারে অভিষেক
Next articleপ্রায় ২১ ঘণ্টা পরে কলকাতা বিমানবন্দরে উড়ান চালু