Saturday, December 6, 2025

রেমালের দাপটে লণ্ডভণ্ড কলকাতা! শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। আর তার জেরেই রবিবার সন্ধে গড়াতেই ঝড় এবং বৃষ্টিতে (Rain) নাজেহাল কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গ। এদিকে দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। রেল সূত্রে খবর, একাধিক জায়গায় লাইনের উপর গাছ পড়ে রয়েছে। সেকারণেই এই বিপত্তি। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, স্পষ্ট নয়।


ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও চরম ভোগান্তির মুখে। কারণ ঝড়ের কারণে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। সোমবার সকালে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। এদিকে রবিবার রাত ১১টার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণে ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু সকালে যা পরিস্থিতি, তাতে ৯টার পরেও পরিষেবা স্বাভাবিক হবে কি না, বলা মুশকিল। রবিবার রাত থেকেই স্টেশনে স্টেশনে অনেক লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে।

রবিবার রাত ১০টার পর থেকে ঝড়। শুরু হলেও সোমবার সকালেও আবহাওয়ার খুব একটা উন্নতি হয়নি। ঝড় থামলেও বৃষ্টি চলছে নাগাড়ে। কলকাতার রাস্তা রাত থেকেই জলমগ্ন। তবে ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গিয়েছে। হেলে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রেললাইনের উপর একাধিক গাছ পড়ে আছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় সোমবারও ১০টি ট্রেন বাতিল থাকবে।


spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...