Friday, December 26, 2025

শেষ মুহূর্তের প্রচারে উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে ঝড় তুললেন দেব

Date:

Share post:

দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় শেষ দিনের প্রচারে জানিয়ে দেন, আর তিনি নির্বাচনে লড়াই করবেন না , কারণ তার বয়স হয়ে গিয়েছে । এটাই তার শেষ নির্বাচনের লড়াই। সাধারণ মানুষ যেন বরাবর যেভাবে তাকে আশীর্বাদ করেছিল সেভাবেই এবারেও তাকে জয়ী করে।

ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গলক্ষীর মোড় থেকে আলমবাজর পর্যন্ত ঘাটল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচন এর তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তথা দমদম লোকসভা কেন্দ্রর বিভিন্ন বিধায়কদের উপর ভর করে এই নির্বাচনে লড়তে দাঁড়িয়েছেন তিনি।কে কি বললো তাতে কি আসে যায়, সব ভোট তৃণমূলের। সেখানে শুভেন্দু অধিকারী কি বলল আর দিলীপ ঘোষ কি বলল কিংবা সিপিএম কি রটালো তা ফ্যাক্টর হবে না। সব ভোট এবার তৃণমূলে পড়বে বলে জানিয়ে দেন বর্ষীয়ান বিদায়ী সাংসদ সৌগত রায়। এদিন শেষ দিনের প্রচারে দেবকে দেখতে রাস্তায় জনতার ঢল নামে। দেব তার ভক্তদের অনুরোধ মেনে একাধিক লেখা ও ছবির উপর অটোগ্রাফ দেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের। সাদা নীল রঙের বেলুন দিয়ে সাজানো হয় প্রচারের গাড়ি গুলিকে।এদিন দেব বারাসাতের প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের হয়েও প্রচার করেন। বৃহস্পতিবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচার করেন দেব। বসিরহাট প্রান্তিক ময়দানে ছিল জনসভা। তারকাকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
দেব বলেন, “আপনার যাকে খুশি ভোট দিতে পারেন। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করলে শুধু পাড়ায় পাড়ায় মন্দির হবে। স্কুল, কলেজ, হাসপাতাল হবে না। তাই এইসব আমাদেরই রুখতে হবে। সঠিক দলকে ভোট দিয়ে দেশকে বাঁচাতে হবে।”

শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “যখন কোন রাজনৈতিক দল দিশা খুঁজে পায় না, তখন অন্য দলকে আক্রমণ করে, উল্টোপাল্টা বলে।”

 

spot_img

Related articles

বিরোধী শিবির ছেড়ে আজই তৃণমূলে যোগ দিচ্ছেন পার্নো! খবর সূত্রের 

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra) এবার বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ...

ঠান্ডায় কাঁপছে বাংলা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রির ঘরে! শুক্রেই মরশুমের শীতলতম দিন

বড়দিন কাটতে না কাটতেই বাংলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে ক্রিসমাস উপভোগ করার পর...

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...