লোকসভা নির্বাচনের (Loksabha Election) সপ্তম তথা শেষ দফায় দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকাল পৌনে দশটা নাগাদ নিজের ভোট কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক।

তিনি জানান যেভাবে গত পাঁচ বছর ধরে বাংলার মানুষকে বঞ্চনা করা হয়েছে তার জবাব মিলবে আগামী ৪ জুন। উৎসবের মেজাজে ভোট হচ্ছে এবং সকলকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বাংলার টাকা আটকানোর মতো একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের প্রতি বাংলার মানুষের যে ক্ষোভ রয়েছে এই ভোটে তার প্রতিফলন ঘটবে বলে আশাবাদী অভিষেক। শুধু আজকের ৯ কেন্দ্রেই নয় সারা রাজ্য জুড়ে সার্বিকভাবে ৪২ কেন্দ্রেই মানুষের স্বতঃস্ফূর্ত রায় প্রকাশ পাবে বলে জানালেন তিনি। প্রধানমন্ত্রীর ধ্যান নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। মানুষের করের টাকায় লোক দেখাতে ধ্যানে বসেছেন। আমিও ১০ মিনিট ধ্যান করে বেরিয়েছি, কিন্তু বাড়িতে। লোক দেখাতে নয়। লজ্জা নেই এদের। আপনার এই মিডিয়া নিয়ে ধ্যান করতে বসায় কোনও গরিবের উপকার হবে? হলে করুন। আপত্তি নেই।” এরপর এক্স হ্যান্ডেলে নিজের ভোটদানের ছবি পোস্ট করে অভিষেক লেখেন, ‘আজ আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি, আমরা সকলে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনার জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।’ পোস্টের একেবারে শেষে ‘ চক দে #ইন্ডিয়া ‘ কথাটাও লিখেছেন তিনি।

Today, I exercised my right to vote, fulfilling the most important civic duty we all share. I urge you to cast your vote and make your voices heard. For all the deprivation, empty promises, falsehoods, pain, and hate, today is your day to answer.
Chak De #India ! pic.twitter.com/Lc45Rn2jFk
— Abhishek Banerjee (@abhishekaitc) June 1, 2024
আজ তাঁর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট চলছে, তাই মিত্র ইনস্টিটিউশন (Mitra Institution) থেকেই সোজা আমতলার দিকে রওনা দেন আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী।

আজ রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রেই সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি -সিপিএম -তৃণমূল কর্মীদের উপর চড়াও হচ্ছে বলে বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছে। সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটদানের সার্বিক হার ১২.৬৩ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে কলকাতা উত্তরে (৮.৯২ শতাংশ )এবং সব থেকে বেশি ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে (১৫.৬৬ শতাংশ)।
