Wednesday, November 5, 2025

বাংলাদেশ সাংসদ খুনে মূল অভিযুক্ত কী নেপালে? খোঁজ পেয়ে রওনা গোয়েন্দাদের

Date:

Share post:

এবার নেপালে গেলেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের চার আধিকারিক। সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনের অন্যতম অভিযুক্ত সিয়ামকে গ্রেফতারের অনুরোধ করে যাবতীয় তথ্য নেপাল সরকারের কাছে দেওয়া হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা বিভাগ (DB) ও সিআইডি (CID)-র পক্ষ থেকে। সেই মতো সিয়ামের নেপালে গ্রেফতারির খবর পেয়ে শনিবার রওনা দেয় বাংলাদেশের গোয়েন্দা আধিকারিকরা। অন্যদিকে প্রয়াত সাংসদ কন্যা মুমতারিন ডরিন বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেন শনিবার।

সিআইডি ও বাংলাদেশ গোয়েন্দা বিভাগের তদন্তে আগেই উঠে এসেছিল মূল অভিযুক্ত শাহিন (Saheen) আমেরিকায় ও তার সহকারী সিয়াম (Siyam) নেপালে গা ঢাকা দিয়েছে। সেই মতো সিআইডি-র তরফ থেকে সিয়াম সম্পর্কিত যাবতীয় তথ্য নেপাল পুলিশের কাছে পাঠানো হয়েছিল। বাংলাদেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন উর রশিদ শনিবার জানান, শাহিনের সহকারী সিয়াম নেপালে (Nepal) আটক হয়েছেন বলে তাঁদের কাছে খবর আসে। সেই তথ্যের সত্যতা যাচাই করতে ও পরবর্তী পদক্ষেপ নিতে ডিবি-র তিন আধিকারিক ও ন্যাশানাল সেন্ট্রাল ব্যুরোর (National Central Bereau) এক আধিকারিক নেপাল রওনা দেন শনিবার। চার সদস্যের মধ্যে হারুন নিজেও রয়েছেন।

ইতিমধ্যেই রাজ্যের সিআইডি-র তরফে এই দুই মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য একটি সিট (SIT) গঠন করা হয়েছে। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই সিয়ামের গ্রেফতারির খবর আসে। বাংলাদেশ গোয়েন্দা পুলিশ প্রধানের আরও দাবি, ইতিমধ্যেই যে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের থেকে পাওয়া তথ্যও যাচাই করা হবে যদি সিয়াম সত্যিই নেপালে গ্রেফতার হয়ে থাকে। সেই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে।

ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রেখে শাহিনকে গ্রেফতারের জন্য রেড কর্নার নোটিশ জারির উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান হারুন। আবার অন্যদিকে আনোয়ারুল আজিমের কন্যা ডরিন শনিবারই একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, ‘তুমি কোথায় চলে গেলে আব্বু আমার, এমন তো হওয়ার কথা ছিল না।’ নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া প্রায় পাঁচ কেজি মাংসের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করে যাচাই হবে সেই মাংস কার। তার আগে তাঁকে ভারতে আনার প্রক্রিয়াও জারি। স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুতে শোকাহত ডরিন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আরও আবেগঘন হয়ে পড়েছেন।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...