Sunday, August 24, 2025

বাংলাদেশ সাংসদ খুনে মূল অভিযুক্ত কী নেপালে? খোঁজ পেয়ে রওনা গোয়েন্দাদের

Date:

এবার নেপালে গেলেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের চার আধিকারিক। সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনের অন্যতম অভিযুক্ত সিয়ামকে গ্রেফতারের অনুরোধ করে যাবতীয় তথ্য নেপাল সরকারের কাছে দেওয়া হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা বিভাগ (DB) ও সিআইডি (CID)-র পক্ষ থেকে। সেই মতো সিয়ামের নেপালে গ্রেফতারির খবর পেয়ে শনিবার রওনা দেয় বাংলাদেশের গোয়েন্দা আধিকারিকরা। অন্যদিকে প্রয়াত সাংসদ কন্যা মুমতারিন ডরিন বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেন শনিবার।

সিআইডি ও বাংলাদেশ গোয়েন্দা বিভাগের তদন্তে আগেই উঠে এসেছিল মূল অভিযুক্ত শাহিন (Saheen) আমেরিকায় ও তার সহকারী সিয়াম (Siyam) নেপালে গা ঢাকা দিয়েছে। সেই মতো সিআইডি-র তরফ থেকে সিয়াম সম্পর্কিত যাবতীয় তথ্য নেপাল পুলিশের কাছে পাঠানো হয়েছিল। বাংলাদেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন উর রশিদ শনিবার জানান, শাহিনের সহকারী সিয়াম নেপালে (Nepal) আটক হয়েছেন বলে তাঁদের কাছে খবর আসে। সেই তথ্যের সত্যতা যাচাই করতে ও পরবর্তী পদক্ষেপ নিতে ডিবি-র তিন আধিকারিক ও ন্যাশানাল সেন্ট্রাল ব্যুরোর (National Central Bereau) এক আধিকারিক নেপাল রওনা দেন শনিবার। চার সদস্যের মধ্যে হারুন নিজেও রয়েছেন।

ইতিমধ্যেই রাজ্যের সিআইডি-র তরফে এই দুই মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য একটি সিট (SIT) গঠন করা হয়েছে। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই সিয়ামের গ্রেফতারির খবর আসে। বাংলাদেশ গোয়েন্দা পুলিশ প্রধানের আরও দাবি, ইতিমধ্যেই যে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের থেকে পাওয়া তথ্যও যাচাই করা হবে যদি সিয়াম সত্যিই নেপালে গ্রেফতার হয়ে থাকে। সেই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে।

ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রেখে শাহিনকে গ্রেফতারের জন্য রেড কর্নার নোটিশ জারির উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান হারুন। আবার অন্যদিকে আনোয়ারুল আজিমের কন্যা ডরিন শনিবারই একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, ‘তুমি কোথায় চলে গেলে আব্বু আমার, এমন তো হওয়ার কথা ছিল না।’ নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া প্রায় পাঁচ কেজি মাংসের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করে যাচাই হবে সেই মাংস কার। তার আগে তাঁকে ভারতে আনার প্রক্রিয়াও জারি। স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুতে শোকাহত ডরিন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আরও আবেগঘন হয়ে পড়েছেন।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version