‘বিরাট-রোহিত দলকে পঙ্গু করে দিচ্ছে’, বিশ্বকাপের ম্যাচের আগে বললেন এই প্রাক্তন ক্রিকেটার

এই নিয়ে পাঠান বলেন, “ আমাদের ব্যাটারদের মধ্যে রোহিত, বিরাট বা সূর্যকুমাররা বল করতে পারে না।

হাতে আর মাত্র একদিন, তারপরই টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে আয়ারল্যান্ড। একদিনের বিশ্বকাপের হার ভুলে টি-২০ বিশ্বকাপের দিকে ভারতবাসী। এই টুর্নামেন্টে যখন ভারতবাসী তাকিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা-সূর্যকুমার যাদবের দিকে। তখন বিরাট-রোহিতদের মতো ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে তাঁরা দলে থাকলে নাকি টিম ইন্ডিয়া পঙ্গু হয়ে যাবে!

এই নিয়ে পাঠান বলেন, “ আমাদের ব্যাটারদের মধ্যে রোহিত, বিরাট বা সূর্যকুমাররা বল করতে পারে না। সেটা আমাদের দলকে একদিক দিয়ে পঙ্গু করে দিচ্ছে। যদি ওদের মধ্যে কেউ বল করতে পারত, তাহলে দলের কাজে লাগত। আমরা অস্ট্রেলিয়া নিয়ে কথা বলি ঠিকই, কিন্তু ইংল্যান্ড দলে অন্তত সাতজন সেরা অলরাউন্ডার আছে। মইন আলি, লিয়ান লিভিংস্টোন আর উইল জ্যাকসের মতো প্লেয়ার আছে।“ পাঠানের মতে শিবম দুবের মতো অলরাউন্ডারকে আরও বেশি খেলানো উচিত। এই নিয়ে তিনি বলেন, “ ভারতের কাছে একটা বিকল্প হতে পারে যশস্বীর মতো তরুণ প্লেয়ার। কিন্তু ওকে নেটে বল করতে দেখা যায়, মাঠে বল করে না। শিবম দুবেও নিয়মিত নেটে বল করে। বিশ্বকাপে ওকে দিয়ে দুয়েক ওভার বল করানো যায়।”

আরও পড়ুন- স্থগিত মারাদোনার জেতা ৮৬’র বিশ্বকাপে সোনার বলের নিলাম, কিন্তু কেন ?

Previous articleপুলিশের মাথা ফাটানোর ঘটনা: সন্দেশখালিতে গ্রেফতার ৭ বিজেপি কর্মী
Next articleস্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল নিকোবরের শম্পেন জনজাতি