নর্থ সিকিমে ভারী বৃষ্টিতে (Heavy Rain in North Sikkim) বাড়ছে দুর্ভোগ। ইতিমধ্যেই ধসে চাপা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জোর কদমে চলছে উদ্ধার কাজ। মঙ্গনের রিমিতখোলায় ভাঙলো সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। লাচুংয়ের পাখচোকে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আটকে পড়েছেন এক হাজারের বেশি পর্যটক। টুং চেক পোস্টে নামিয়ে আনা হচ্ছে পর্যটকদের। শুক্রবার পর্যন্ত সিকিমে জারি সতর্কতা।

একই ছবি দার্জিলিং- কালিম্পঙে। জলমগ্ন তিস্তা বাজার। কালিম্পঙের মেল্লীতে ধস। বৃষ্টির জেরে ১০ নাম্বার জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। বন্ধ কালিম্পং দার্জিলিং সড়ক যোগাযোগ। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের মঙ্গন, ক্ষতিগ্রস্ত বাংলা সীমানার কালিম্পং জেলার তিস্তা বাজার এলাকাও। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি বদলানোর কোনও আশা নেই কারণ শুক্রবারেও নর্থ সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ইতিমধ্যে পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে উত্তর সিকিমের মঙ্গন, চুংথাং, লাচুং, লাচেন-সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত।
