নজরে শিল্পায়ন! বিনিয়োগ টানতে আজই শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মমতার 

শিল্পায়নকে গতিশীল করাই প্রধান লক্ষ্য। আর সেই বিষয় নিয়েই শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার নবান্নে (Nabanna) বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক বণিকসভার প্রতিনিধিকে ওই বৈঠকে ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যেই স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি মিলিয়ে মোট তিন শহরে তিনটি বাণিজ্য সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য বাংলার মাটি কতটা উপযুক্ত মাদ্রিদে স্পেনের বণিক মহলের সামনে তা তুলে ধরেছিলেন মমতা।

তবে এবার লোকসভা ভোট মিটতেই শিল্পায়ন নিয়ে ফের তৎপর হয়েছেন মমতা। বেশ কিছু বছর ধরে শিল্পায়ন এবং রাজ্যে লগ্নি টানতে তৎপর তিনি। নবান্নের কর্তাদের একাংশের মতে, সরকারের তৃতীয় মেয়াদে শিল্পায়নে আরও জোর দিতে চান মমতা।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleলোকসভা ভোট মিটতেই ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন! কারণ নিয়ে ধোঁয়াশা