খাস কলকাতায় শ্যুট আউট, মির্জা গালিব স্ট্রিটে গুলিতে জখম ১

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে (Shootout at Mirza Ghalib Street) চলল গুলি। বাইক পার্কিং নিয়ে সমস্যা হওয়ায় রাতের মহানগরীতে শ্যুট আউট। গুলিবিদ্ধ ব্যক্তিকে গুরুতর অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত অবস্থার স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার কিডস্‌ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকা গুলি চলে। দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করেই এই ঘটনা। এরপর হাতাহাতি শুরু হলে সোনু নামে এক ব্যক্তি আচমকাই গুলি চালান বলে অভিযোগ। ২৯ বছরের ওই যুবক মির্জা গালিব স্ট্রিটেরই বাসিন্দা, নাম এখলাস বেগ।

গতকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ বাইক নিয়ে রেষারেষিতে জড়িয়ে পড়েছিল যুবকদের দুই গোষ্ঠী। সেই ঝামেলার সূত্রে রাতেও আবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।তদন্তে পার্ক স্ট্রিট থানা (Park Street police)।জখম যুবকের বয়ান রেকর্ড করে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ধারা এবং অস্ত্র আইনের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর (FIR) করেছে পুলিশ।

 

Previous articleবাড়ছে তাপপ্রবাহ, স্কুলগুলিকে মর্নিং ক্লাস করার নির্দেশ শিক্ষা দফতরের
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম