উদ্ধার কাছে বায়ুসেনার সাহায্য চাইলো সিকিম প্রশাসন, হেল্পডেস্ক চালু নবান্নের

সিকিমে প্রাকৃতিক দুর্যোগে (natural calamities in Sikkim)আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজে বায়ুসেনার (Airforce) সাহায্য চাইলে প্রশাসন। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে উত্তরবঙ্গ ও সিকিমে। রাস্তায় নেমেছে ধস, ভেঙে পড়েছে সেতু। প্রায় দেড় হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন যার মধ্যে ১৫ জন বিদেশি পর্যটক করেছেন বলে খবর। বৃষ্টি যত বাড়ছে, ততই ফুঁসছে তিস্তা। এই পরিস্থিতি থেকে যে এখনই রেহাই পাওয়া যাবে না। এই অবস্থায় উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের যাতে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়, সেই কারণেই বায়ুসেনার কাছে সাহায্য চাওয়া হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া বাংলার পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে পূর্ব সিকিম জেলার রংপোতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য নবান্নের (Nabanna )উদ্যোগে তৈরি হয়েছে একটি হেল্পডেস্ক। সেই ডেস্কের দুই আধিকারিক রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মনের (৯০৫১৪৯৯০৯৬) যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।রাজ্য সরকার জানিয়েছে, বিপর্যয়ের জেরে সিকিমে যে পর্যটকরা আটকে রয়েছেন তাঁদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। দ্রুত তাঁদের উদ্ধার করতে তৎপর প্রশাসন।