Tuesday, August 26, 2025

উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ-এর ট্রেলার। আর মুক্তির দিনেই পরিচালক দুলাল দের এই ছবির বইয়ের পোস্টার প্রকাশিত হল। সোমবার ট্রেলার মুক্তির দিন হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। বাংলা ছবির দুনিয়ায় ব্যোমকেশ, কিরীটি, একেনবাবুদের টেক্কা দিতে এবার ময়দানে অভিনেতা জিতু কমল। ক্রীড়া সাংবাদিক দুলাল দে-র সৌজন্যে এবার বড় পর্দায় নতুন গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়ের আবির্ভাব হতে চলেছে।এবার সম্পূর্ণ নয়া অবতারে এই চরিত্রে দেখা যাবে জিতু কমলকে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকার সমাগম ঘটেছে এই ছবিতে। জিতু ছাড়াও অরণ্যের প্রাচীন প্রবাদ-এ অভিনয় করেছেন রফিয়াত রশিদ মিথিলা,সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে-র মতো আরও অনেকে। জমজমাট ট্রেলারে এই গোয়েন্দাকে ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’ বললে খুব একটা ভুল বলা হবে না। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু ঘটনাচক্রেই হোক বা খানিকটা নিজের জামাইবাবুর পাল্লায় পড়েই গোয়েন্দাগিরি শুরু করে দেন অরণ্য। একজন ডাক্তারি পড়ুয়া, সেই সঙ্গে ক্রিকেটে সিদ্ধহস্ত। বাইশগজ একেবারে তাঁর হাতের মুঠোয়।
সেই অরণ্যের জামাইবাবু আবার সিআইডি অফিসার। আচমকা ঘটে যাওয়া একটি ঘটনা। মৃত্যু হয় এক চিকিৎসকের। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো গোয়েন্দা হয়ে ওঠেন অরণ্য ওরফে জিতু। সঙ্গী তাঁর জমাইবাবু সুদর্শন হালদার।
পরিচালক দুলাল দের কথায়, অরণ্য চট্টোপাধ্যায় হিসাবে আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল যাঁর হাঁটা,চলার মধ্যে খেলোয়াড় সুলভ দৃঢ়তা প্রকাশ পাবে। সে যখন ক্রিকেট ব্যাট চালাবে তা দেখে দর্শকের যেন কোনওভাবে আরোপিত মনে না হয়। এই সমস্ত ভাবনা থেকেই জীতুর কথা মাথায় এসেছিল। ও একসময়ে চুটিয়ে ক্রিকেট খেলেছে। এখনও সুযোগ পেলে ব্যাট হাতে মাঠে নেমে পড়ে। তাই ওঁর হাঁটাচলা, দৌড়ের মধ্যে খেলোয়াড় সুলভ ব্যাপার এমনিতেই রয়েছে। তার উপর জীতুর পেটানো চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ এই চরিত্রের জন্য একেবারে মানানসই।
ছবির মুখ্য চরিত্র অরণ্য ওরফে জিতু কমল বলেন, এই ছবির গোয়েন্দা চরিত্র অন্যদের থেকে আলাদা। গতানুতিক গোয়েন্দা বলতে যে ছবিটা আমরা মনে করি, অরণ্য চট্টোপাধ্যায় সম্পূর্ণ আলাদা। রফিয়াত রশিদ মিথিলা বলেন, জিতুর সঙ্গে এটা আমার প্রথম ছবি। অভিনেতা হিসাবে ও খুব ভাল। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আশা করি দর্শকদের ছবিটি ভাল লাগবে।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version