Friday, November 14, 2025

উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ-এর ট্রেলার। আর মুক্তির দিনেই পরিচালক দুলাল দের এই ছবির বইয়ের পোস্টার প্রকাশিত হল। সোমবার ট্রেলার মুক্তির দিন হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। বাংলা ছবির দুনিয়ায় ব্যোমকেশ, কিরীটি, একেনবাবুদের টেক্কা দিতে এবার ময়দানে অভিনেতা জিতু কমল। ক্রীড়া সাংবাদিক দুলাল দে-র সৌজন্যে এবার বড় পর্দায় নতুন গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়ের আবির্ভাব হতে চলেছে।এবার সম্পূর্ণ নয়া অবতারে এই চরিত্রে দেখা যাবে জিতু কমলকে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকার সমাগম ঘটেছে এই ছবিতে। জিতু ছাড়াও অরণ্যের প্রাচীন প্রবাদ-এ অভিনয় করেছেন রফিয়াত রশিদ মিথিলা,সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে-র মতো আরও অনেকে। জমজমাট ট্রেলারে এই গোয়েন্দাকে ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’ বললে খুব একটা ভুল বলা হবে না। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু ঘটনাচক্রেই হোক বা খানিকটা নিজের জামাইবাবুর পাল্লায় পড়েই গোয়েন্দাগিরি শুরু করে দেন অরণ্য। একজন ডাক্তারি পড়ুয়া, সেই সঙ্গে ক্রিকেটে সিদ্ধহস্ত। বাইশগজ একেবারে তাঁর হাতের মুঠোয়।
সেই অরণ্যের জামাইবাবু আবার সিআইডি অফিসার। আচমকা ঘটে যাওয়া একটি ঘটনা। মৃত্যু হয় এক চিকিৎসকের। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো গোয়েন্দা হয়ে ওঠেন অরণ্য ওরফে জিতু। সঙ্গী তাঁর জমাইবাবু সুদর্শন হালদার।
পরিচালক দুলাল দের কথায়, অরণ্য চট্টোপাধ্যায় হিসাবে আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল যাঁর হাঁটা,চলার মধ্যে খেলোয়াড় সুলভ দৃঢ়তা প্রকাশ পাবে। সে যখন ক্রিকেট ব্যাট চালাবে তা দেখে দর্শকের যেন কোনওভাবে আরোপিত মনে না হয়। এই সমস্ত ভাবনা থেকেই জীতুর কথা মাথায় এসেছিল। ও একসময়ে চুটিয়ে ক্রিকেট খেলেছে। এখনও সুযোগ পেলে ব্যাট হাতে মাঠে নেমে পড়ে। তাই ওঁর হাঁটাচলা, দৌড়ের মধ্যে খেলোয়াড় সুলভ ব্যাপার এমনিতেই রয়েছে। তার উপর জীতুর পেটানো চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ এই চরিত্রের জন্য একেবারে মানানসই।
ছবির মুখ্য চরিত্র অরণ্য ওরফে জিতু কমল বলেন, এই ছবির গোয়েন্দা চরিত্র অন্যদের থেকে আলাদা। গতানুতিক গোয়েন্দা বলতে যে ছবিটা আমরা মনে করি, অরণ্য চট্টোপাধ্যায় সম্পূর্ণ আলাদা। রফিয়াত রশিদ মিথিলা বলেন, জিতুর সঙ্গে এটা আমার প্রথম ছবি। অভিনেতা হিসাবে ও খুব ভাল। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আশা করি দর্শকদের ছবিটি ভাল লাগবে।

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version