Thursday, August 28, 2025

অবশেষে জল্পনার অবসান। তিনি যে ইস্টবেঙ্গলে আসছেন তা জানাই ছিল। তবে এদিন পরল তার শিলমোহড় । তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। ডেভিডকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল এফসি হেডকোচ কার্লোস কুয়াদ্রাত।

গতমরশুমে ডুরান্ড কাপে, আইলিগে দুরন্ত ফুটবল খেলেন ডেভিড। নজর কাড়ে তাঁর পারফরম্যান্স। ডেভিডের খেলা মনে ধরে কুয়াদ্রাতের। তখনই জানিয়েছিলেন নতুন মরশুমে আই লিগ খেলা এই তরুণ স্ট্রাইকারকে দলে নেবেন তিনি। ডেভিডের যোগদানে উচ্ছ্বসিত কুয়াদ্রাত। তিনি বলেন, “ ডেভিড অন্যতম ভারতীয় রিক্রুট যাকে আমরা অনেকদিন ধরেই সই করানোর জন্য চেষ্টা করছিলাম। ডুরান্ড কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিডই। ওর গোল করার ক্ষমতা আমার দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হয়ে যায় ডেভিড। ওর মতো একজন মুক্তোকে আমি দলে স্বাগত জানাচ্ছি।“

এদিকে লাল-হলুদে সই করে ডেভিড বলেন, “ ইস্টবেঙ্গলের মতো ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্বে। আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে আমি সবসময়ে পছন্দ করি। ইতিমধ্যেই আমি মহেশ, নন্দকুমার ও লালছুংয়ের সঙ্গে সময় কাটিয়েছি। ওরা খুবই ভালো। সবসময়ে মোটিভেট করে। ইস্টবেঙ্গল জার্সিতে আমি নিজের সেরাটা দিতে চাই।“

২০২৩ সালে সাদা-কালো ক্লাবে সই করেন ডেভিড। ডুরান্ড কাপে ছটি গোল করেন তিনি। গোল্ডেন বুটও পান ডেভিড। কলকাতা লিগে ২১টি গোল করে মহামেডান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন তিনি। আই লিগে পাঁচটি গোল ও দুটো অ্যাসিস্ট করেন ডেভিড। আর ডেভিডের যোগদানে যে শক্তিবাড়াল ইস্টবেঙ্গল , তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- আজ ইউরো কাপের অভিযান শুরু পর্তুগালের, সামনে চেক


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version