ধোনির সঙ্গে এক আসনে রোনাল্ডো, ছবি পোস্ট ফিফার

এদিন রোনাল্ডোর একটি ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফিফা।

‘থালা’ বলে সম্মান দেওয়া হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই সুপার কিংস-এর সমর্থকরা থালা বলেই ডাকেন মাহিকে। আর এবার পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে থালা বলে সম্মান দিল ফিফা আজ রাতে ইউরো কাপের অভিযান শুরু করতে চলেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সামনে চেক প্রজাতন্ত্র। আর তার আগে সিআরসেভেনকে নিয়ে বিরাট বার্তা দিল ফিফা।

এদিন রোনাল্ডোর একটি ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফিফা। সেই ছবির ক্যাপশনে লেখা, “থালা ফর এ রিজ়ন।” অর্থাৎ, একটা নির্দিষ্ট কারণেই রোনাল্ডো বড় দাদা।

 

চেন্নাইয়ে ধোনিকে থালা বলেও ডাকেন সবাই। সেই ধোনি ‘থালা’-র সঙ্গে রোনাল্ডোর নাম জড়িয়ে যাওয়ায় খুশি মাহি ভক্তেরা। ফিফার এই কাজের প্রশংসা করেছেন ধোনি অনুরাগীরা।

আরও পড়ুন- রোহিতদের কোচের দৌড়ে এক গম্ভীর নন, রয়েছেন আরও দুজন : সূত্র


 

Previous articleরেলের ‘মৃত’ দাবি করা সহকারী চালক জীবিত! ভুলতে পারছেন না আতঙ্ক
Next articleআগুনে ভস্মীভূত আলিপুরদুয়ারের জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলোং বাংলো, আটটি ঘর পুড়ে ছাই