আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, স্পেনের মুখোমুখি ইতালি

পেদ্রি, ইয়ামাল, নিকো উইলিয়ামসদের আটকাতে পাল্টা রণকৌশল তৈরিতে ব্যস্ত ইতালি কোচ।

আজ ইউরো কাপে হাইভোল্টেজ ম্যাচ। রাত সাড়ে বারোটায় মুখোমুখি স্পেন এবং ইতালি। প্রথম ম্যাচে তারুণ্যের তেজে আগ্রাসী ফুটবল খেলে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে যেভাবে উড়িয়ে দিয়েছে স্পেন, তাতে পেদ্রি, লামিনে ইয়ামালদের নিয়ে প্রত্যাশার পারদ চড়েছে। আট বছর পর ইউরোপ-সেরা হওয়ার স্বপ্নে বিভোর স্পেন। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে দে লা ফুয়েন্তের দলের সামনে গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। তারাও আলবেনিয়া-কাঁটা সরিয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিন্তু আজুরি কোচ লুসিয়ানো স্পালেত্তির চিন্তা, স্পেনের তরুণ ব্রিগেডের আক্রমণাত্মক ফুটবল।

পেদ্রি, ইয়ামাল, নিকো উইলিয়ামসদের আটকাতে পাল্টা রণকৌশল তৈরিতে ব্যস্ত ইতালি কোচ। স্পালেত্তির কি সেই কৌশল? ইতালি শিবিরের খবর, আলবেনিয়া ম্যাচের ডিফেন্স কম্বিনেশন হয়তো ভাঙবেন না ইতালি কোচ। তবে উইং ব্যাক নিকোলো বারেল্লাকে বিশেষ দায়িত্ব দিতে পারেন স্পালেত্তি। আপফ্রন্টে স্ট্রাইকার গিয়ানলুকা স্কামাকা ও ফেডেরিকো চিয়েসাকে সাহায্যের জন্য বারেল্লাকে উইথড্রলের ভূমিকায় বক্সের কাছাকাছি রাখতে চান ইতালি কোচ। আলবেনিয়ার বিরুদ্ধে জয়সূচক গোলও করেছিলেন বারেল্লা। বড় ম্যাচে বাড়তি দায়িত্ব পাচ্ছেন তিনি। আর এক উইঙ্গার দাভিদ ফ্রাত্তেসির দৌড়কে কাজে লাগিয়ে স্পেনের রক্ষণকে চাপে রাখার চেষ্টাও করবেন স্পালেত্তি।

লা ফুয়েন্তে প্রথম ম্যাচে স্পেনকে ৪-৩-৩ ফর্মেশনে খেলিয়েছিলেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ইতালির শক্তিশালী রক্ষণ ভাঙতে তিকিতাকা অস্ত্রেই বাজিমাত করতে চান স্পেন কোচ। গ্রুপ অফ ডেথে থাকায় দু’দলই মেগা ম্যাচের আগে সতর্ক।

আরও পড়ুন- আজ সুপার আটের লড়াই শুরু ভারতের, প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে দল বদলের ইঙ্গিত দ্রাবিড়ের