Saturday, August 23, 2025

নজিরবিহীন! হজযাত্রায় প্রায় হাজার ছুঁতে চলেছে মৃত্যুসংখ্যা, নিখোঁজ বহু

Date:

Share post:

তীব্র গরমে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছে আরবের (Saudi Arabia) প্রবিত্র ভূমি মক্কা (Makka)। ইতিমধ্যে সেখানকার তাপমাত্রা ৫২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সেই ভয়ংকর গরমে হজযাত্রায় গিয়ে মৃত্যু হচ্ছে শয়ে শয়ে পুণ্যার্থীর। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০-র উপর। মৃতদের মধ্যে রয়েছেন ৬৮ জন ভারতীয়ও রয়েছেন বলে খবর। তবে সৌদি আরব প্রশাসন সূত্রে খবর এখনও অনেকেরই খোঁজ মিলছে না।

বুধবারই আরব প্রশাসন সূত্রে জানা গিয়েছিল গরমের বলি প্রায় ৫৫০ জন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৯০০ পেরিয়ে গেল। সেই তালিকায় রয়েছেন বহু ভারতীয়। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৮ জন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে কয়েকজন স্বাভাবিক কারণে প্রাণ হারিয়েছেন। আবার কেউ কেউ আবহাওয়ার বলি হয়েছেন। কোনও কোনও মৃত্যু আবার বয়সজনিত কারণে হয়েছে।

তবে মৃতদের মধ্যে বেশিরভাগই মিশরের বাসিন্দা বলে খবর। কিন্তু এই তীব্র দহন জ্বালা কবে মিটবে তা এখনই নিশ্চিত করতে পারছে না সৌদির হাওয়া অফিস। সূত্রের খবর, হজে গিয়ে গরমের কারণে অসুস্থ হয়ে রাজস্থানের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। এছাড়াও জর্ডনের অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। উল্লেখ্য, গত বছর বিভিন্ন দেশের ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল মক্কায়। এবার সেটাই আরও ভয়াবহ আকার নিল। এবছর ১৮ লক্ষ মানুষ হজ যাত্রায় অংশ নিয়েছেন।


spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...