রানিগঞ্জের ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

দিনে দুপুরে রানিগঞ্জে (Raniganj) দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহারের সিওয়ানের বাসিন্দা বিবেক চৌধুরীকে (Vivek Chaudhary)মেঘালয় থেকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। চারজন প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত এবং একজন মদত দিয়েছেন বলে জানা গেছে। ট্রানজিট রিমান্ডে বিবেককে আসানসোলে এনে আদালতে তোলা হবে বলে খবর। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তার সন্ধানে বিহারের বাকি জেলায় সন্ধান চালাচ্ছে আসানসোল- দুর্গাপুরের পুলিশ (Asansol Durgapur Police commissionerate)।

গত ৯ জুন রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দুপুরে সেনকো গোল্ড এর শোরুমে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। দুপুর সাড়ে বারোটা নাগাদ আট জনের ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢোকে। দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে ১০-১৫ মিনিট ধরে লুটপাট চালায়। এই ঘটনার পরই সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ।