সোমবার শুরু হচ্ছে লোকসভার স্বল্পকালীন অধিবেশন। সোম ও মঙ্গলবার লোকসভার নবনির্বাচিত সদস্যরা শপথগ্রহণ করবেন। বুধবার স্পিকার নির্বাচিত হওয়ার কথা। বৃহস্পতিবার শুরু রাজ্যসভা। এর পাশাপাশি সোমবার কর্মসূচি নিয়েছে বিরোধী ইন্ডিয়া শিবির। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল-সহ ইন্ডিয়ার দলগুলির সাংসদরা পুরনো সংসদভবনের সামনে গান্ধীমূর্তি চত্বর থেকে সংবিধান হাতে সংসদ পরিক্রমা করবেন। গান্ধীমূর্তি সরানো নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা! সুকমায় বিস্ফোরণে শহিদ দুই কোবরা কমান্ডো