STF-এর জালে সন্দেহভাজন জঙ্গি, ধৃতদের একজন বর্ধমানের কলেজ স্টুডেন্ট!

কলেজে পড়াশোনা করতে করতেই জঙ্গি কার্যকলাপ!STF (Special Tast Force) এর জালে বেশ কয়েকজন বাংলাদেশি।আটকদের মধ্যে তিনজন সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এদের মধ্যে একজন আবার পূর্ব বর্ধমানের বুদবুদ থানা এলাকার মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, নাম মহম্মদ হবিবুল্লা। বাংলাদেশের আনসার উল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে এসটিএফ। ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সামাজিক মাধ্যমে তথ্য আদানপ্রদানের সূত্রেই তাঁকে আটক করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশি জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাঁকসা থানা থেকে প্রায় ৫০০ মিটার দূরে মীরেপাড়া এলাকায় হানা দিয়ে হবিবুল্লাকে আটক করার পাশাপাশি তাঁর বাবা মহম্মদ ইসমাইল মুন্না ও পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হবিবুল্লার বাড়ি থেকে বেশ কিছু নথি ও সামগ্রীও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

 

Previous articleToday’s market price আজকের বাজার দর
Next articleরবিবারের মেঘলা সকালে বাড়ছে গুমোট গরম, এখনই মিলবে না স্বস্তি