বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন ভারত অধিনায়ক ?

ম্যাচ শেষে এই নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমরা ভাল ব্যাট করেছি বাংলাদেশের বিরুদ্ধে।

গতকাল টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। ব্যাট হাতে অর্ধশতরান করেন হার্দিক। বল হাতে তিন উইকেট নেন কুলদীপ। এই জয়ের ফলে সেমিফাইনালে পথে এক পা এগিয়ে রাখল টিম ইন্ডিয়া। আর এতে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন দলগত পারফরম্যান্সের সুবাদে এই জয়।

ম্যাচ শেষে এই নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমরা ভাল ব্যাট করেছি বাংলাদেশের বিরুদ্ধে। বোলারেরাও ভাল পারফর্ম করেছে। আটজন ব্যাটারকেই তাদের ভূমিকা পালন করতে হয়। আমাদের দলে সর্বোচ্চ রান ৫০। তবু আমরা ১৯৬ রান তুলেছি। মাঠে নেমে ইতিবাচক ব্যাটিং করাই লক্ষ্য থাকে আমাদের। হার্দিক খুব ভাল ব্যাট করেছে। আমরা ইনিংসটা ভাল ভাবে শেষ করতে চেয়েছিলাম। সেটা হার্দিকের ব্যাট থেকে এসেছে। ওর ইনিংসটা আমাদের বেশ ভাল জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের প্রথম পাঁচ ব্যাটার ওর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল। সেটা হার্দিক দারুণ ভাবে কাজে লাগিয়েছে। আমরা জানি ও কী করতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসটা তার সঠিক উদাহরণ। হার্দিক আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাট এবং বল হাতে। ”

এরপরই হার্দিক বলেন, “ আমাদের কী করতে হবে, তাও জানি। মাঠে কী ভাবে খেলতে হবে তাও অজানা নয়। সে ভাবেই জয় এসেছে। এখানকার আবহাওয়া এবং পিচের সঙ্গে আমরা ভাল ভাবে মানিয়ে নিতে পেরেছি। কেবল এখানকার হাওয়ার গতি একটু সমস্যা করছে। এটুকু মানিয়ে নিতে হচ্ছে।”

আরও পড়ুন- আজ ইউরোতে জার্মানি বনাম সুইজারল্যান্ড