Tuesday, December 2, 2025

বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির

Date:

Share post:

বাইরে থেকে দূষ্কৃতীদের এনে কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির দাদাগিরি। তাঁদের হাতে হেনস্থার শিকার হলেন পড়ুয়াদের একাংশ। দাদাগিরির প্রতিবাদ করতে গিয়ে তাঁদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা তৈরি কলেজ চত্বরে। ঘটনায় টিএমসিপির অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের ‘হেল্প ডেস্ক’ চালু এবং এবিভিপির পতাকা লাগানোর নামে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের নিয়ে এসে উত্তেজনার সৃষ্টি করছে এবিভিপি। প্রতিবাদ করতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ ও কলেজের সাধারণ পড়ুয়াদের ওপর হামলা করে ও হুমকি দেয় এবিভিপির বহিরাগত গুন্ডাবাহিনী।

প্রসঙ্গত, কলেজে বহুদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট রয়েছে। কলেজের শেষ ছাত্র সংসদ নির্বাচনেও জয়লাভ করেছিল টিএমসিপি। গত ২৪ জুন থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও টিএমসিপি কর্মীরা ভর্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর এভিবিপির যত গাত্রদাহ। এরপরই বুধবার বহিরাগত গুণ্ডাবাহিনীকে নিয়ে এসে কলেজে হেল্প ডেস্ক তৈরি ও সংগঠনের ফ্ল্যাগ বাঁধার শুরু হয় এবিভিপির দাদাগিরি। এই নিয়ে প্রতিবাদ করেন টিএমসিপি কর্মীরা। তারপরই এবিভিপির গুণ্ডাবাহিনী চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদ কর্মী ও সাধারণ পড়ুয়াদের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ এসে আয়ত্তে আনে।

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এভিবিপির হাতে গোনা কিছু কলেজের ছাত্র। বাকি সকলেই বহিরাগত। তারা কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে গোলমাল পাকানোর চেষ্টা করছিল। আমরা তার প্রতিবাদ করেছি। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য জখমও হয়েছেন।

আরও পড়ুন- আপের অন্তর্দ্বন্দ্ব তৈরির প্রয়াস ব্যর্থ, কেজরির সিবিআই হেফাজত

 

spot_img

Related articles

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...