Thursday, August 28, 2025

চূড়ান্ত হতাশার বহিঃপ্রকাশেই গণপিটুনি! মত মনোবিদদের, মাস কাউন্সেলিংয়ের পরামর্শ মেয়রের

Date:

মৌসুমী বসাক ও জয়িতা মৌলিক

প্রথমে ছেলেধরা সন্দেহে গণপিটুনি। তারপরে মোবাইল ফোন চোর সন্দেহে ২৪ ঘণ্টার ব্যবধানে খাস কলকাতা ও সল্টলেকে গণপিটুনিতে মৃত্যু। এই ঘটনাগুলি দাঁড় করিয়ে দেয় এক সামজিক ব্যাধির সামনে। যার সঙ্গে পুলিশ, প্রশাসন, রাজনীতি- কোনও কিছুরই সম্পর্ক নেই। আছে শুধু হতাশা আর তার চূড়ান্ত বহিঃপ্রকাশের। শনিবার, এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ‘টক টু মেয়র’ কর্মসূচির শেষে এই প্রবণতা রুখতে মাস কাউন্সেলিংয়ের পরামর্শ দেন তিনি। আর মনোবিদদের মতে, মানুষের মনে উচ্চাঙ্খা, না পাওয়া, ক্ষোভ থেকেই এই নৃশংস আচরণ।

গণপিটুনি সম্পর্কে মেয়র বলেন, “এটা কদিন ধরেই হচ্ছে। বিভিন্ন গুজবকে কেন্দ্র করে গণপিটুনি দেওয়া হচ্ছে। মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কোনও অভিযোগ থাকে, তা হলে আমি পুলিশকে জানাব। যদি অভিযোগ সত্যি হয়, তা হলে অপরাধীর শাস্তি হবে।“ ফিরহাদের কথায়, “আইন নিজের হাতে নেওয়া একটা মারাত্মক প্রবণতা। কেউ ছেলেধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে। এখানে দেখলাম, মোবাইল চোর বলে মারছে। মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে, পুলিশ পর্যন্ত যাওয়ার মানসিকতাই নেই। ঘটনা ঘটেছে, এক্ষুনি কিছু করতে হবে। এটা অত্যন্ত বিপদজ্জনক এক সঙ্কেত।“

মনোবিদ মুক্তলেখা ভট্টাচার্যের মতে, চাওয়া-পাওয়ার সামঞ্জস্য থাকছে না। না পাওয়া থেকে ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু প্রতিবাদটা তিনি প্রকাশ করতে পারছেন না। তখন এই ভাবে ক্ষোভটা প্রকাশ করছেন। মুক্তলেখার মতে, একা থাকলে অনেকেই ক্ষোভ প্রকাশ করতে পারেন না। কিন্তু অনেকের সঙ্গে মিলে দুঃসাহস তৈরি হয়। অনেক সময়ই দেখা যায়, খুব শান্ত মানুষও রাস্তায় কাউকে মারধর করা হচ্ছে দেখে দু-ঘা মেরে দেন। মনের অবদমিত আকাঙ্ক্ষা আর না পাওয়ার হতাশার বহিঃপ্রকাশই হচ্ছে গণপিটুনির মত নৃশংস আচারণ।

মনোবিদদের মতে, মানুষের মতে আকাশকুসুম চাহিদা তৈরি হচ্ছে। কিন্তু সেই চাহিদা মেটাতে না পারায় হতাশা তৈরি হচ্ছে। সেটা সব সময় অর্থ বা মূল্যবান বস্তু তা নাও হতে পারে। কেরিয়ার বা কোনও পছন্দের মানুষকে পাওয়ার কামনাও হতে পারে। সেই চাহিদা পূরণ না হলেই তা থেকে হতাশার সৃষ্টি হয়। সেটাই পরিণত হয় আক্রাশে।

বালুরঘাট জেলা হাসপাতালের মনোবিদ অভিষেক হংসের মতে, হতাশা আর ক্ষোভের থেকেই ঘটছে এই গণপিটুনির ঘটনা। হতাশা কোথায় প্রকাশ করবে? তাৎক্ষণিক রাগ থেকেই এইভাবে একজনকে হাতের কাছে পেয়ে সেই আক্রোশ মিটিয়ে নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। তাঁর মতে, সবাই যে মারছেন এমন নয়, অনেকে বাঁচাতেও এগিয়ে আসছেন। এর থেকে বাঁচতে জনসচেতনা গড়ে তোলার পরামর্শ দেন অভিষেক হংস।

কলকাতার মেয়রের (Firhad Hakim) কথায়, আজ আমি কাউকে মারছি, কাল আমি কোথাও গেলে অন্যেরা আমাকে মারবে। এ ভাবে চললে সমাজ শেষ হয়ে যাবে। এর থেকে মুক্তির উপায় হিসেবে মাস কাউন্সেলিং-এর পরামর্শ দেন ফিরহাদ।





Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version