কেরলে গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক, অসুস্থ ৮ কলেজ পড়ুয়া 

ট্যাঙ্কার থেকে গ্যাস লিক (gas leak from tanker in Kerala ) করায় অসুস্থ নার্সিং কলেজের আট পড়ুয়া। শনিবার কেরলের রামপুরমে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর এর্নাকুলাম থেকে কর্নাটকের দিকে যাচ্ছিল একটি ট্যাঙ্কার। হঠাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL ) লিক করতে শুরু করে। তাতেই স্থানীয় নার্সিং কলেজের পড়ুয়ারা অসুস্থ বোধ করেন। কিছুক্ষনের মধ্যেই শুরু হয়ে যায় গা গোলানো, বমি ভাব, শরীরে অস্বস্তি। শেষ পাওয়া খবর অনুযায়ী, পড়ুয়ারা স্থিতিশীল। কিন্তু তীব্র গন্ধ ও ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা। বেশ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

অসুস্থদের পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে (Pariyaram Medical College and Pazhyangadi Taluk Hospital) নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতি সামলাতে পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনী এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে এলাকা খালি করে।থালিপরাম্বা রেভেনিউ ডিভিশনাল অফিসার (RDO) অজয় কুমার এই বিষয়ে জানান ট্যাঙ্কার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।