Wednesday, January 21, 2026

টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতের পরবর্তী লক্ষ্য স্থির করে দিলেন বোর্ড সচিব

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খরা কাটিয়েছে আইসিসি ট্রফির। আর এরপরই ভারতের পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন বোর্ড সচিব। বার্বাডোজে ঝড় বৃষ্টিয় জন্য ওখানেই আটকে টিম ইন্ডিয়ার ক্রিকেটার-সহ বোর্ড সচিব জয় শাহ নিজেও। আর সেখানেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের পরবর্তী লক্ষ্য স্থির করে দিলেন তিনি।

এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন, “ আমাদের দল যেভাবে উন্নতি করছে, তাতে আমাদের পরবর্তী লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। এই দুই প্রতিযোগিতায় প্রায় একই দল খেলবে। সিনিয়র ক্রিকেটারেরাও থাকবে। ওই দুটো ট্রফি আমরা জিততে চাই।” এরপর জয় শাহ আরও বলেন, “ বার্বাডোজে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি গত বছরের বিশ্বকাপেও আমাদের অধিনায়ক ছিলেন। ২০২৩ বিশ্বকাপে আমরা ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচ জিতেছিলাম। অস্ট্রেলিয়া ফাইনালে ভাল খেলেছিল। এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশি কঠিন পরিশ্রম করেছি এবং ভাল খেলেছি। অন্য দলগুলির দিকে তাকালে বুঝবেন, অভিজ্ঞতা কত গুরুত্বপূর্ণ। রোহিত, কোহলি-সহ সকলে দুর্দান্ত খেলেছে। অভিজ্ঞতা অনেক পার্থক্য তৈরি করে দেয়। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় বেশি পরীক্ষানিরীক্ষা করা যায় না।”

এদিকে টি-২০ বিশ্বকাপ জয়ের পরই টি-২০ ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজা। তবে আগামিদিনে কি তবে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এই নিয়ে জয় শাহ বলেন “ অধিনায়ক কে হবেন, সেটা ঠিক করবেন নির্বাচকরা। তাঁদের সঙ্গে কথা বলেই সেটা ঘোষণা করা হবে। আর যদি হার্দিকের কথাই বলা হয়, তাহলে ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু নির্বাচকরা ওর উপর ভরসা দেখিয়েছেন। হার্দিক নিজেও সেটা প্রমাণ করেছে।“

আরও পড়ুন- ইউরোতে আজ পর্তুগালের সামনে স্লোভনিয়া


spot_img

Related articles

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...